
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক, মরহুম সাইদুল ইসলাম খান আলোর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আদ্যবাদ মাগরিব জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপির কেন্দীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
সিরাজগঞ্জ জেলা কৃষক দলের সদস্য সচিব টিম.এম শাহাদৎ হোসেন ঠান্ডু ও যুগ্নআহ্বায়ক মিরাজুল ইসলাম মেরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল,যুগ্ন সম্পাদক মুন্সি জাহেদ আলম,নুর কায়েম সবুজ, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেস প্রমুখ। সভা শেষে মোজাতের মাধ্যমে মরহুমের জন্যে জান্নাত কামনা করা হয়।