অনলাইন ডেস্ক: প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জনের মধ্যে বিদেশস্থ বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ জারি করা হয়েছে।
সূত্র জানায়, মধ্যরাতে সেগুনবাগিচা থেকে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ভারতের নয়াদিল্লি, চীনের বেইজিং, সৌদি আরবের রিয়াদসহ বিশ্বজুড়ে অবস্থিত বাংলাদেশ মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে।
নির্দেশনার বাস্তবায়ন তদারকির জন্য অঞ্চলভিত্তিক কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। এরই মধ্যে প্রতিবেশী একটি দেশের মিশন এবং সেগুনবাগিচা কার্যালয় থেকে প্রেসিডেন্টের ছবি সরানো হয়েছে বলে জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের এ নির্দেশনা অনুযায়ী, বিদেশস্থ বাংলাদেশ মিশনের চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাসভবন ও বৈঠককক্ষে আর কোনো রাষ্ট্রপ্রধান বা সরকারপ্রধানের ছবি প্রদর্শিত হবে না।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.