নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে মুফতি আমীর হামজার নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৫ মে) বিকাল ৪টায় কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন টিম সদস্য আলমগীর বিশ্বাস এবং অধ্যাপক খন্দকার এ কে এম আলী মহসীন।
সমাবেশ সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দার।
মোবারক হোসেন জানান, “এই আসনসহ প্রায় ৩০০ আসনের প্রার্থী ঘোষণা সম্পন্ন হয়েছে। আমরা ২০১৮ বা ২০২৪ সালের মতো নির্বাচন আর দেখতে চাই না—সংস্কার ও ন্যায়বিচার নিশ্চিত না হলে জামায়াতে ইসলামী নির্বাচন মেনে নেবে না।”
মুফতি আমীর হামজাকে নিয়ে তিনি বলেন, “তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ। জনগণের কাছে তার বার্তা সহজেই পৌঁছানো সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর আব্দুল গফুর, কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মো. জুলফিকার আলী, কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হক, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ সেলিম রেজা ও জেলা সভাপতি খাজা আহমেদ প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.