নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া সীমান্তে সর্তকতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) ৪৭ ব্যাটেলিয়ান।সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানিয়েছেন, ‘বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা, ঘটনা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.