কুষ্টিয়ায় হানিফসহ ৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুজন নিহতের ঘটনায় দুটি পৃথক হত্যা মামলা হয়েছে। একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়।

নিহতরা হলেন-কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার লুকমান হোসেনের ছেলে আবদুল্লাহ (১৩) এবং সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদাহ গ্রামের মৃত নওশের আলীর ছেলে বাবু (৩২)।

নিহত আবদুল্লাহর পক্ষে তার বাবা লুকমান হোসেন এবং বাবুর পক্ষে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাইসুল হক মামলা দুটি করেন।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী।

তিনি বলেন, এখন পর্যন্ত মামলাগুলোর কোনো আসামি গ্রেফতার হয়নি।

জানা যায়, আবদুল্লাহ বাবার সঙ্গে শহরের ফায়ার সার্ভিসের সামনে অবস্থিত চায়ের দোকানে কাজ করত। আর বাবু স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। গত ৫ আগস্ট বিকেলে তারা দুজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরমধ্যে বাবু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন।

মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ, জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সহসভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ ৪৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। সেই সঙ্গে মামলা দুটিতে অজ্ঞাতপরিচয় আরো ৫০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি মোহাম্মদ মাহফুজুল হক চৌধুরী বলেন, ১২ এবং ১৩ নম্বর এজাহার হিসেবে মামলা দুটি নথিভুক্ত করা হয়েছে। তবে মামলার কোনো আসামি গ্রেফতার হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হঠাৎ কেন বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল, ভয়াবহ পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ সাড়ে ১৫ বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো

রায়গঞ্জে জনতার হাতে ট্রাক সহ ৫ গরু চোর আটক 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জনতার হাতে ট্রাক সহ ৫ গরু চোর আটক হয়েছে। বরিবার রাতে উপজেলার ঘুড়কা বাজারে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়,

বেলকুচিতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌর শেরনগর গ্রামের পুকুর থেকে আয়নাল হোসেন (৪০) নামের একজনের ১ জনের মরদেহ  উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ।

চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলে ভারতের উদ্বেগ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র

ওবায়দুল কাদেরের পিএস আব্দুল মতিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার কেরানীগঞ্জ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুল মতিনকে (৫০) গ্রেপ্তার

যশোরের ৭ শিক্ষা প্রতিষ্ঠানে দুই কোটি টাকার বাণিজ্য

জেমস আব্দুর রহিম রানা: নিয়োগে অস্বচ্ছতা ও অসঙ্গতির অভিযোগের কারণে যশোরের ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এখন জোর আলোচনায়। ৩টি দাখিল মাদ্রাসা, ৩ টি জুনিয়ার নিম্ন মাধ্যমিক