কুষ্টিয়ায় স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষন, আটক ৫

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সংঘবন্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। স্বামীর সামনে চারজন মিলে ওই গূহবধুকে ধর্ষন করা হয়। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কের উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় ফাঁকা মাঠ নামক স্থানের একটি লিচু বাগানে এ ঘটনা ঘটেছে। এঘটনায় রাতেই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ৫জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

আটককৃতদের মধ্যে তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গূহবধুকে ধর্ষনের দায় স্বীকার করেছে। তারা হলেন ভেড়ামারার মসলেমপুর এলাকার মুদি দোকানি টিটু ইসলাম, কালু প্রমাণিক ও ষোলদাগের মুর্শিদ শেখ।

ভুক্তভোগী গূহবধু (২৬) পেশায় হোটেল কর্মচারী। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোহেল আলীর স্ত্রী।

জানা গেছে, কয়েকদিন আগে ওই গূহবধুকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। ওই গূহবধু হোটেল মালিকের কাছে পাওয়া টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ১০টার দিকে বাহিরচর ইউনিয়নের মসলেমপুর ফাঁকা মাঠ এলাকায় পৌছালে তাদের ভ্যান গতিরোধ করে কয়েকজন যুবক। স্বামী-স্ত্রীকে টেনেহিচড়ে একটি লিচু বাগানের মধ্যে নিয়ে যায়। সেখানে স্বামীকে ধরে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে।

তাদের চিৎকারে আশপাশের লোকজন চলে আসলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহয়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসে। ঘটনার পরপরই ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৫ জনকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্তরা হলেন টিটু ইসলাম, কালু প্রমাণিক ও ষোলদাগের মুর্শিদ শেখ।

তবে, ঘটনার তদন্ত ও তথ্য প্রাপ্তিতে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভুক্তভোগীর স্বামীকে কথা বলতেও দেওয়া হয়নি। রাতভর থানায় অবরুদ্ধ রাখা হয় গূহবধুর স্বামীকে। সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অনেকেই বলছেন, পুলিশ ইচ্ছাকৃতভাবে ঘটনার তথ্য গোপন করার চেষ্টা করছে।

এদিকে, ভুক্তভোগী নারীকে রাতেই থানায় নেওয়া হলেও সকাল ৯টা পর্যন্ত সেখানেই অবস্থান করতে হয়েছে। ঘটনার দীর্ঘ সময় পরও তাকে কোনো চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়নি। এ নিয়ে প্রশাসনের ভুমিকা নিয়েও জনমনে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন , ঘটনার পর পরই অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। কিছুক্ষণের মধ্যে ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার ঢাকা অচলের হুঁশিয়ারি ইশরাকের সমর্থকদের

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুধবারের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ঘোষণা না এলে ঢাকা অচলের ঘোষণা দিয়েছেন তার সমর্থকরা।

ক্ষমতা টিকাতে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করছেন নেতানিয়াহু: নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে গাজায় চলমান যুদ্ধ দীর্ঘায়িত করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। শুক্রবার প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে

শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংবাদ সংগ্রহ করতে গেলে কালবেলা ও এনটিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন মারধর

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ জানায়, বিমানটিতে চারজন আরোহী ছিলেন। দক্ষিণ

‘ভ্যালেন্টাইনস ডে’ যেভাবে শুরু হলো

ঠিকানা টিভি ডট প্রেস: আজ ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার দিন। বিশ্ব ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে যুগলদের মনের এই উচ্ছ্বাসকে বাড়িয়ে দেবে কয়েকগুণ। শুধু

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫