মোঃ সম্রাট আলী কুষ্টিয়া প্রতিনিধি: র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি ইউনিয়নের পাকুরিয়া গ্রাম থেকে ৮৯ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (০৩ এপ্রিল) সকালে র্যাব-১২সিপিসি-১ কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে । র্যাব-১২ কুষ্টিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১২সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন (পিপিএম) এরনির্দেশনায় কুষ্টিয়া কোম্পানীর সিপিসি-১ এর একটি চৌকষআভিযানিক দল বুধবার সকাল আনুমানিক সাড়ে সাড়ে সাতটায় দৌলতপুর উপজেলার পাকুড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে।
এসময় পাকুড়িয়া গ্রামের মোঃ দবির মন্ডলের ছেলে মোঃ বকুল ইসলাম (২৫), মৃত মুনছার মন্ডলের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৩২), গ্রেফতার করে ৮৯ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। যারআনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা বলে জানায়।
আটককৃতদের স্বীকারোক্তিতে তারা জানায় আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে কুষ্টিয়া জেলার বিভিন্ন থানা এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতাকৃতদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.