কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে হৃদয় আলী (১৫) নামে এক ভ্যানচালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার হাসিমপুর গ্রামের চর এলাকায় তার গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত হৃদয় কুমারখালী পৌরসভার এলঙ্গীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ভাড়ায় ভ্যান চালাতো।
জানা গেছে, দুর্বৃত্তরা হৃদয়ের গলা কেটে চর এলাকায় ফেলে রেখে যায়। সোমবার সকালে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে আসেন এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠাচ্ছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ভ্যান চালক হৃদয়কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করার জন্য কাজ করছে পুলিশ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.