কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি ভেসে আসতে দেখে পুলিশে খবর দেন।
খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তিনি জানান, “সকাল সাড়ে ৮টার দিকে সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। লাশটির গায়ে লাল কম্বল জড়ানো ছিল।”
স্থানীয় শফিকুল ইসলাম বলেন, “আমরা সকালে বেড়াতে এসে সৈকতে লাশটি দেখতে পাই। ধারণা করছি এটি ডুবে যাওয়া কোনো মাছ ধরা ট্রলারের জেলের মরদেহ হতে পারে।”
অন্য প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, “প্রথমে লাল কাপড় মোড়ানো কিছু ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝি এটি একজন মানুষের মরদেহ। পরে আমরা পুলিশকে খবর দেই।”
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “লাশটি থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.