নিজস্ব প্রতিবেদক: বিএনপির মনোনয়ন দাবিতে কুমিল্লা-১০ আসনে (নাঙ্গলকোট ও লালমাই) কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন দাবিতে বৃহস্পতিবার রাতে নাঙ্গলকোট বাজারে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিএনপির প্রাথমিক মনোনয়নে কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম ভূঁইয়ার নাম ঘোষণা না করায় নাঙ্গলকোট-লালমাই উপজেলায় লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনের ২৪তম দিনে কাফনের কাপড় পরে এ কর্মসূচি পালন করেন তাঁর অনুসারীরা।,
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তারা বটতলায় গিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.