
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ইউটার্নে লরি, প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৪ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুর দেড়টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোড পল্লী বিদ্যুৎ সমিতি-২ কার্যালয় সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ(ওসি)- ইকবাল বাহার জানান-সিএনজি প্রাইভেটকার ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেটকারে থাকা ১নারীসহ ৩ পুরুষ আরোহী মারা যায়। নিহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতদের পরিচয় সনাক্তে হাইওয়ে ও জেলা পুলিশ সদস্যরা কাজ করছেন। লরির চাপায় প্রাইভেটকারে থাকা সকলে মারা গেছেন বলে জানা যায়। উদ্ধারকৃত প্রাইভেটকারের নাম্বার হল- ঢাকা মেট্টো-গ-৪৩-৩১৪২।