কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে মা-মেয়ের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে উপজেলার রামপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন—জাহেদা আক্তার (৩৫) এবং তার কিশোরী মেয়ে মিশু আক্তার (১৫)। তারা স্থানীয় রাজমিস্ত্রী মীর হোসেনের (৪৫) স্ত্রী ও কন্যা।
স্থানীয় সূত্র জানায়, রামপুর এলাকার আবুল খায়েরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন মীর হোসেন। পারিবারিক জীবনে দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। একমাত্র মেয়ে মিশুও মা-বাবার কলহে মানসিকভাবে বিরক্ত থাকত।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রতিনিধি জানান, সোমবার রাতে দাম্পত্য কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। রাত গভীর হলে মীর হোসেন ঘুমিয়ে পড়েন। এরপর রাতেই জাহেদা ও মিশু বিষপান করেন বলে ধারণা করা হচ্ছে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, “খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। বিষের আলামত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
তবে এলাকাবাসীর অভিযোগ, এটি আত্মহত্যা নয়; বরং মা-মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাদের দাবি, মীর হোসেন গলা টিপে হত্যা করে ঘটনাটিকে বিষপানে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন মীর হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.