
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার কান্দিরপড়া পূবালী চত্বরে ‘শান্তি সমাবেশ’ করতে অবস্থান নিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রলীগ। একই স্থানে সমবেত হওয়ার কথা ছিলো কোটাবিরোধী শিক্ষার্থীদের।
আজ রোববার (১৪ জুলাই’) সকাল ১০টা থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেন। এর আগে গতকাল শনিবার (১৩ জুলাই) রাতে পূবালী চত্বরে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দেয় কুমিল্লা মহানগর ছাত্রলীগ।’
এই স্থানে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পরামর্শে তারা জেলা পুলিশ লাইনসের সামনে সমবেত হন।
এদিকে কোটা বিরোধী আন্দোলনের কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১১টায় জেলায় পদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের পর কান্দিরপাড়ে তাদের সমবেত হওয়ার কথা ছিল আন্দোলনকারীদের।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, একই স্থানে কোটাবিরোধী শিক্ষার্থী ও ছাত্রলীগ সমাবেশ ডাকায় সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে পর্যাপ্ত অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’