কুড়িপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদরের কুড়িপাড়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। পদবঞ্ছিতদের এমপিও প্রাপ্তিতে উচ্চ আদালতে আপীল থাকা সত্বেও ল্যাব: সহকারী পদে আব্দুল মমিন ও অফিস সহায়ক পদে আশরাফুল আলম নামে দু’জনকে বিধি বর্হিভুতভাবে গোপনে নিয়োগ দেন অধ্যক্ষ কামরুজ্জামান। প্রভাষক পদে পদবঞ্ছিত মোহাম্মদ আলী জিন্নাহ ও জাহাঙ্গীর আলম এবং অফিস সহায়ক পদে এনামুল হক ২৭ নভেম্বর প্রতিষ্ঠান সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেন। যার কপি এ প্রতিবেককের কাছে।

অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানের সভাপতি গোলাম রব্বানী ও অধ্যক্ষ আর্থিক সুবিধা নিয়ে বিধি বর্হিভুতভাবে গত বছর ল্যাব সহকারী ও অফিস সহায়ক পদে গোপনে দু’জন নিয়োগ দিয়ে প্রভাষকপদে আরো নতুন দু’জন নিয়োগের পাঁয়তারা করছেন। অফিস সহায়ক পদে পদবঞ্ছিত এনামুলক হক চান বলেন, ‘১৯৯৯ সালে কলেজ প্রতিষ্ঠা হলেও গত ২০১৭ এমপিওভুক্ত বাতিল হয়। এরপর উচ্চ আদালতে আপীল করি। সেটি নিস্পত্তি না হওয়া সত্বেও অধ্যক্ষ ল্যাব: সহকারী পদে পতিত আওয়ামীলীগ সরকারের দলীয় কর্মী আব্দুল মমিন ও অফিস সহায়ক পদে আশরাফুলকে গোপন নিয়োগ দেন। প্রতিষ্ঠান সভাপতি ও সদর ইউএনও বরাবর অভিযোগও দিয়েছি।’

প্রতিষ্ঠান সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মনোয়ার হোসেন প্রতিবেদককে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তও করা হবে। অধ্যক্ষকে ডেকে বিতর্কীত ও অভিযুক্ত দু’জনের বেতন বন্ধ করতেও বলা হয়েছে।’

অভিযুক্ত অধ্যক্ষ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘২০০৪ সালে রাজনৈতিক কারনে কলেজের এমপিও বাতিল হলে শিক্ষক-কর্মচারীরা উচ্চ আদালতে আপীল করেন। দীর্ঘদিন আপীল নিস্পত্তি না হওয়ায় অনেকেই প্রতিষ্ঠান ছেড়ে অন্যত্র চাকরী করেন। দীর্ঘদিন অনুপস্থিতির কারনে কজন বাদও পড়েন। পরবর্তীতে উচ্চ আদালতের আদেশ আপীল নিস্পত্তি হলে অনুপস্থিত থাকা দু’শিক্ষক, ল্যাব সহকারী ও অফিস সহায়কসহ চার জনের বেতন হয়নি। তারাও ২০১৭ সালের জানুয়ারী মাসে উচ্চ আদালতে আপীল করেন। সাবেক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ল্যাব সহকারী ও অফিস সহায়ক পদে দু’জনকে নেয়া হয়েছে। আপীল নিস্পত্তি হলে বাদ পড়াদের বিষয়ে উচ্চ আদালতই সিদ্ধান্ত দেবেন। এর আগে কাজিপুরে ক’জনকে আদালতের নির্দেশে নিয়োগ দেয়াও হয়। বাদ পড়াদের অপেক্ষা করতে হবে। আদালতের নির্দেশে অবস্যই বাদ পড়াদের আগামীতে সুযোগ সৃষ্টি হতে পারে।’

প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি সাবেক জেলা পরিষদ সদস্য গোলাম রব্বানী পতিত আওয়ামীলীগের সমর্থক। মামলার কারনে মুঠোফোন বন্ধ করে তিনি এলাকা ছেড়ে পালিয়ে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এবার জামায়াতের রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার (২৩ অক্টোবর)। জামায়াতের সেক্রেটারি

সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজের চিকিৎসক ও শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্নরা তাদের ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন চান বিএনপি: আহমেদ আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকটে আহমেদ আযম খান বলেছেন, দুই-একটা রাজনৈতিক দল চেষ্টা করছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন যাতে না হতে পারে। যাদের ভোটের

বাতিল হচ্ছে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

মধ্যরাতে দরজা ভেঙে নারীর কক্ষে ঢুকল ৭ পুলিশ

নিজস্ব প্রতিবেদক: আসামি ধরার নামে মসজিদের একজন ইমামকে লাথি ও এক নারীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে ঘাটাইল থানা পুলিশের এএসআইসহ ৭ পুলিশ সদস্যর বিরুদ্ধে। সেখানে

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সনাতনী নের্তৃবৃন্দের সাথে বাঁশখালী উপজেলা জামায়াতের মতবিনিময় সভা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্ন করতে বাঁশখালী পূজা উদযাপন কমিটির নের্তৃবৃন্দের সাথে বাংলাদেশ জামায়াত ইসলামী বাঁশখালী উপজেলা জামায়াতের নের্তৃবৃন্দের মতবিনিময়