কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামে জমি দখলের উদ্দেশ্যে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নূর হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হত্যার ঘটনায় জরিত আবু জাফর (৫২) ও রানু মিয়া (৩০) নামে দুই জনকে আটক করা হয়।
শনিবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে উলিপুর উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের দিগর মালতিবাড়ী গ্রামের মৃত জনাব উদ্দিনের দুই ছেলে নুর হোসেন ও নুর মোহাম্মদের সঙ্গে প্রতিবেশি সাবেক ইউপি সদস্য শামছুল ইসলাম ও নুরুজ্জামান গংদের ৫৭ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার থেকে ওই জমিতে ধানের চারা রোপণ করা নিয়ে উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বিরোধপূর্ণ জমিতে দুই পক্ষ চারা রোপণের জন্য সেচ দিয়ে পানি দিতে যায়। এ সময় নূর হোসেন ও ভাই নূর মোহাম্মদের সঙ্গে সামছুল ইসলাম, নুরুজ্জামান এবং তাদের লোকজনের প্রথমে বাকবিতণ্ড শুরু হয়।
এক পর্যায়ে শামছুল, নুরুজ্জামান, আব্দুল জলিল, মুকুল মিয়া তাদের দলবল নিয়ে নূর হোসেন ও নূর মোহাম্মদকে লাঠিসোটা নিয়ে বেধড়ক মারপিট শুরু করে। তাদের বাঁচাতে নূর হোসেনের স্ত্রী সোবেদা বেগম ও নূর মোহাম্মদের স্ত্রী জোসেফা বেগম এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। পরে নূর হোসেনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী আরও জনান, মারামারির পর ওই জমিতে ধানের চারা রোপণ করেন দুর্বৃত্তরা। পরে মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে পালিয়ে যান তারা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, খবর পেয়ে পুলিশ সরেজমিন তদন্ত করেছে। হত্যার ঘটনায় জরিত আবু জাফর (৫২) ও রানু মিয়া (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.