কিম জং উনের বিরুদ্ধে নির্যাতনের মামলা, আন্তর্জাতিক আদালতে নেওয়ার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বিরুদ্ধে যৌন নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা করতে যাচ্ছেন দেশটির এক সাবেক নাগরিক। চোই মিন কিউং নামের ওই নারী দক্ষিণ কোরিয়ার আদালতে কিম জং উনসহ পিয়ংইয়ংয়ের চার ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি অভিযোগ দায়েরের প্রস্তুতি নিয়েছেন। শুক্রবার (১২ জুলাই) মামলাটি দাখিল করা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চোই মিন কিউং ১৯৯৭ সালে উত্তর কোরিয়া থেকে চীনে পালিয়ে যান। কিন্তু ২০০৮ সালে তাকে জোরপূর্বক দেশে ফেরত পাঠানো হলে তিনি যৌন নির্যাতন ও নিষ্ঠুর নির্যাতনের শিকার হন। পরে ২০১২ সালে তিনি দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসেন এবং বর্তমানে সেখানে মানবাধিকার সংস্থা ডেটাবেইস সেন্টার ফর নর্থ কোরিয়ান হিউম্যান রাইটস (NKDB)-এর সহায়তায় এই মামলা করছেন।

এনকেডিবি জানিয়েছে, চোইয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ও জাতিসংঘে তোলার পরিকল্পনাও রয়েছে। সংস্থাটির মতে, এটি হবে প্রথমবারের মতো কোনো উত্তর কোরীয় নারী, যিনি দেশটিতে জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তিনি সরাসরি শাসকের বিরুদ্ধে মামলা করছেন।

চোই মিন কিউং এক বিবৃতিতে বলেন, “এই ছোট পদক্ষেপটি যেন একদিন স্বাধীনতা ও মানবিক মর্যাদার পুনরুদ্ধারের ভিত্তিপ্রস্তর হয়। আমি মনে করি, কিম রাজবংশকে জবাবদিহির আওতায় আনাই আমার নৈতিক দায়িত্ব।”

দক্ষিণ কোরিয়ার আদালত এর আগেও উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতীকী রায় দিয়েছেন। ২০২৩ সালে একটি রায়ে উত্তর কোরিয়ার নির্যাতনের শিকার দক্ষিণ কোরীয় যুদ্ধবন্দিদের পাঁচ কোটি ওন ক্ষতিপূরণ দিতে বলা হয়। ২০২৪ সালে আরেক রায়ে জাপান থেকে প্রত্যাবাসিত পাঁচজন কোরীয়কে ১০ কোটি ওন করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন আদালত।

এনকেডিবির নির্বাহী পরিচালক হান্না সং বলেন, “ভুক্তভোগীরা শুধু ক্ষতিপূরণ নয়, বরং স্বীকৃতি চান। আদালতের রায় তাদের আশ্বস্ত করে যে, তাদের কষ্ট ইতিহাসে স্থান পাবে এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাবে।”

মানবাধিকার লঙ্ঘনের দায়ে উত্তর কোরিয়ার শাসকের বিরুদ্ধে এই আইনি লড়াই আন্তর্জাতিক অঙ্গনে নতুন নজির স্থাপন করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুদ্ধ-পরবর্তী ধ্বংসযজ্ঞে গাজার প্রতিচ্ছবি দেখছে ইহুদিরা, স্বীকার করল ইসরাইলি মিডিয়া

অনলাইন ডেস্ক: ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গভীর মানসিক ও কৌশলগত পরাজয় স্বীকার করল ইসরায়েলি গণমাধ্যম। দেশটির সংবাদ মাধ্যমে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েলি সমাজের আক্রমণ-মুক্ত থাকার

শরীয়তপুরে দু’পক্ষের তুমুল সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকালে

সরকারি ওষুধ সরবরাহ বন্ধ, বিপাকে লাখো রোগী

নিজস্ব প্রতিবেদক: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত নিম্ন আয়ের রোগীদের জন্য ভয়াবহ সংকট তৈরি হয়েছে। দেশের ৪৩০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও

শৈলকুপায় ডাকাত সন্দেহে আটক ৩, উদ্ধার বিদেশি অস্ত্র ও গুলি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে ডাকাত সন্দেহে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের সময়ে এ পর্যন্ত ৬ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি মাঠ

৩ মে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে হেফাজতে ইসলামের কার্যনির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সংগৃহীত ছবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী