কাশফুলের স্নিগ্ধতায় সেজেছে বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিস্তীর্ণ মাঠ, বেলা গড়ালেই দর্শনার্থীদের ভিড়

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ষড়ঋতুর বৈচিত্র্যের দেশ বাংলাদেশ। এক একটি ঋতুর সৌন্দর্য একেকরকম। ষড়ঋতুর এই বাংলায় যে দুটি ঋতু নিয়ে প্রকৃতিপ্রেমীদের আগ্রহ সবচেয়ে বেশি থাকে তা হলো শরৎ ও বসন্ত। প্রকৃতির বৈচিত্র্যময় সৌন্দর্য নিয়ে উপমার হেরফের খুবই সামান্য হলেও ভালো লাগার ব্যাপারগুলো নিতান্তই আপেক্ষিক। তবে শরতের কাশফুলের সৌন্দর্য ও স্নিগ্ধতার মায়ায় জড়ায়নি এমন মানুষের সংখ্যা খুবই কম। গত দু’বছর ধরে বাঁশখালীর উপকূলীয় অঞ্চল গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিস্তীর্ণ মাঠে কাশফুল জায়গা করে নিয়েছে আপন সৌন্দর্যে। প্রতিদিনিই এখানে ভ্রমণপিপাসুদের পদচারণে মুখরিত হয়। শরতে সাদা কাশফুলের দোলা যে কারো মন ছুঁয়ে যাবে এখানে। কপোত-কপোতি, প্রিয়জন ও পারিবারিক ভ্রমণের অন্যতমত স্পটে রুপ নিয়েছে গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের কাশফুলের বিশাল মাঠটি। কাশফুলের শুভ্রতায় মুগ্ধতা খুঁজছেন উপজেলার বিভিন্ন এলাকার লোকজন। বেলা গড়ালেই লোকসমাগমে জমজমাট হয়ে উঠছে উপজেলার গন্ডামারা এলাকার জলকদরের পাশে বিস্তীর্ণ এই এলাকাটি।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আঞ্চলিক মহাসড়কের শীলকূপ টাইমবাজার হতে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ইউনিয়নের সীমান্ত ব্রীজ পার হলেই গন্ডামারা ইউনিয়ন। পূর্বে জলকদরের খাল আর পশ্চিমে বঙ্গোপসাগর। দু’টোর মধ্যবর্তী এ উপকূলীয় অঞ্চল গন্ডামারার অবস্থান। এখানেই জাতীয় গ্রীডে সংযুক্ত ১৩২০ মেগাওয়াট এসএস পাওয়ার প্ল্যান্টটি (কয়লাবিদ্যুৎ প্রকল্প) অবস্থিত। একসময় এখানেই লবণের মাঠ আর মাছের ঘের ছিল। কয়লাবিদ্যুৎ প্রকল্পের অধীগ্রহণে এখানে মাটি ভরাট করে। এখানের বিশাল একটি অংশ জুড়ে বিস্তীর্ণ মাঠ। ভরাটকৃত নতুন বালি-মাটিতেই ছেয়েগেছে শরতের কাশফুল। কাশফুলের শুভ্রতা খুঁজতে সেখানে বসে কেউ গল্প করছেন, মেতে উঠেছেন আড্ডায়। কেউ বা আবার কাশফুলের সঙ্গে তুলছেন সেলফি ও ছবি। সবমিলিয়ে এটি এখন বিনোদনের একটি স্পটে রুপ নিয়েছে। বিশেষ করে ছুটির দিনে শুক্রবার ও শনিবারে ছোট ছোট বাচ্চাদের নিয়ে পারিবারিক ভ্রমণ দেখার মতো।

কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি বলেন, ‘সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা। পাহাড় সাগর নদীবেষ্টিত জনপদের সৌন্দর্য অতুলনীয়। আমি বরাবরই প্রকৃতিপ্রেমী মানুষ। প্রকৃতির টানে ছুটে চলি গন্ডামারার কাশফুল বাগানে। এখানেই আমার জন্মস্থান। এখানে কি অনিন্দ্য সুন্দররূপে সাজিয়েছে বিধাতা। প্রকৃতিকে যারা পছন্দ করেন তারা এই সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারবেন না। সারি সারি বাগানে কাশফুল ফুটে হেমন্তের সৌন্দর্যকে অপরূপ করে সাজানো হয়েছে। কাশফুলের সৌন্দর্য দেখেই বিমোহিত হলাম আবেক আপ্লুত হলাম। প্রকৃতির এই অপরূপ শোভা দেখে হাজার বছরের জমানো আবেগ প্রকৃতিতেই নিমগ্ন করলাম। কাশফুলের বাগান নয় যেন সৌন্দর্যের লীলাভূমি। কাশফুলের খেলা দেখতে প্রতিনিয়ত নানা বয়সের প্রকৃতি প্রেমীরা ছুটে আসছেন এখানে।’

কাশফুল দেখতে আসা সীমা সুশীল নামে একজন বলেন, ‘গন্ডামারা কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিস্তীর্ণ মাঠ জুড়ে কাশফুলের বিশাল মাঠ প্রথম দেখায় যে কাউকে প্রেমে ফেলবে। এ এলাকায় এতো কাশফুল হয়তো আগে কেউ দেখেনি। মাঠজুড়ে কাশফুলের সাদার শুভ্রতায় যে কারো মন হারিয়ে যাবে অজানায়। স্থানীয়ভাবে বিনোদনের কোনো স্পট না থাকায় এখানে শরৎকালে কাশফুলই ভরসা। সুন্দর একটি বিকেলের জন্য প্রায়ই এখানে ছুটে আসি দলবলে।’

বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক জানান, বাংলাদেশের ঋতুভিত্তিক জনপ্রিয় ফুলের মধ্যে কাশফুল অন্যতম। বাংলাদেশের সব নদ-নদীর তীরে প্রাকৃতিক জলাশয়ের ধারে বেশি কাশফুল জন্মে।কাশফুল দিয়ে আগের মানুষ ঘর-তৈরি করত। এখন পানের বরে ছাউনি হিসেবে ব্যবহৃত হয় এ কাশফুল। সেই সঙ্গে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার হয়ে থাকে।ঔষধিগুণ সম্পন্ন প্রাকৃতিকভাবে অযত্নে-অবহেলায় ফু্টলেও সৌন্দর্য পিপাশু মানুষের কাছে খুবই প্রিয় এ ফুল। সম্প্রতি গন্ডামারার চরাঞ্চলে শরতের কাশফুল দর্শনার্থীদের বিনোদন স্পটে রুপ নিয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশ পৌর বিএনপির ৬ নং ওয়ার্ডের সভাপতি রফিক সম্পাদক তাহের 

লুৎফর রহমান তাড়াশ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাড়াশ পৌর শাখার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রফিক সম্পাদক আবু তাহের মন্ডল নির্বাচিত হয়েছেন। রবিবার ১৫ ডিসেম্বর

সিরাজগঞ্জ রায়গঞ্জে বিদ্যালয় প্রতিষ্ঠার তিন যুগেও নির্মান হয়নি সংযোগ রাস্তা’

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বেংনাই উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের কোনো রাস্তা নেই। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীরা। একমাত্র পথ ধানক্ষেতের কর্দমাক্ত

উল্লাপাড়ায় ভণ্ড কবিরাজের ফাঁদে নিঃস্ব হাজার হাজার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: মাটিতে ঘর আঁকিয়ে ঘরের ভিতরে জায়নামাজ বিছিয়ে কাচের গ্লাসে আতর পানি রেখে এবং সেই পানির উপরে মৃত ব্যক্তির হার-মাথা রেখে ধুপ শালা ও

ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক: ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যার তাণ্ডব চলছে। টানা বৃষ্টি আর উজানের পানির প্রবাহে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পানি

জনগনের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা যাবেনা -মঈন খান

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, দীর্ঘদিন আমরা ভোট দিতে পারি নাই- নতুন ভোটাররা জীবনে একবারও ভোট

সমন্বয়ক সহায়তা রশিদে চাঁদাবাজি, যুবক আটক

ঠিকানা টিভি ডট প্রেস: স্বেচ্ছায় সহায়তা রশিদ, সেখানে লেখা বাংলাদেশ ছাত্র সমন্বয়ক জয়পুরহাট জেলা শাখা। নামসহ ঠিকানা ও মোবাইল নম্বর দেওয়া আছে। আরও লেখা আছে,