নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় দুইটি কার্টনে ভেতরে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন তিন খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর)। সন্ধ্যায় আশুলিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ দিন বিকেলে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকায় কার্টন বক্সের ভেতরে ওই মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা আশুলিয়া থানায় খবর দেয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
ওসি কামাল হোসেন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুইটি কার্টনের ভেতর থেকে মাথাবিহীন মরদেহের তিন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) টিমকে খবর দেওয়া হয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.