কারাগার থেকে পালিয়েও রক্ষা হলো না ৪ ফাঁসির আসামির

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তবে পালিয়ে গিয়েও তাদের শেষ রক্ষ হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আজ বুধবার সকালে কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

কারাগার থেকে পালানো ফাঁসির আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম মঞ্জু (৬৮), মো. আমির হামজা (৪১), মো. জাকারিয়া (৩৪) ও মো. ফরিদ শেখ (৩০)।

এদিকে, এ ঘটনার পর আজ সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার জেলখানা পরিদর্শন করেন। পালিয়ে যাওয়া ৪ জনকে গ্রেপ্তারের পর তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি’) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন।

সুদীপ কুমার বলেন, গতকাল রাত আনুমানিক ৩.৫৫ মিনিটে আমরা তাদের পালিয়ে যাওয়ার খবর জানতে পারি। এ ঘটনা আমরা জানার পরপরই তাদের ধরতে আমাদের ফোর্সগুলো নির্দেশনা প্রদান করি। নির্দেশনা অনুযায়ী তারা কারাগারের আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাদের ধরতে সক্ষম হয়েছে।

জানা যায়, পালিয়ে যাওয়া এ চারজনই বিভিন্ন ঘটনায় মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামি। নজরুল ইসলাম মঞ্জুর বাড়ি কুড়িগ্রামে, ফরিদ শেখ ও জাকারিয়ার বাড়ি বগুড়ায় আর আমির হামজার বাড়ি নরসিংদীতে। তারা বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। যার ফলে তাদের মৃত্যুদণ্ড হয়েছে।

পুলিশ সুপার সুদীপ কুমার বলেন, যেহেতু তারা কারাগার থেকে পালিয়েছেন, সেক্ষেত্রে তাদের সবার বিরুদ্ধে একটি মামলা হবে। মামলার পর তাদের সবাইকে আদালতের মাধ্যমে আবার কারাগারে প্রেরণ করা হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে ছবি দেখে চোখ ছলছল করে উঠছে সবার

ঠিকানা টিভি ডট প্রেস: ছোট শরীরের গলা পর্যন্ত পানিতে ডুবে আছে। একদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। শিশুটির চোখে রাজ্যের ভয়। পাশেই একটি গাছ। চারিদিকে থই

গ্রাহকের কোটি টাকা’ মেরে স্ত্রী-সন্তানসহ কানাডায় পাড়ি ব্যাংক কর্মকর্তার!

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের ৫ লাখ ও গ্রাহকদের কোটি টাকা নিয়ে কানাডা চলে গেছেন বলে অভিযোগ উঠেছে ফয়েজ আহাম্মদ নামে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে। ফয়েজ আহাম্মদ

জাতীয়-স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনও সম্ভব নয়: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন এক সঙ্গে কখনও সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি)। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

জাতিসংঘের কালো তালিকায় ইসরাইলি সেনাবাহিনী

ঠিকানা টিভি ডট প্রেস: শিশুদের ওপর বর্বর হামলার কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু ও নারীর মৃত্যুতে

ভারতে পালাতে চাওয়া ১১ বাংলাদেশিকে সুন্দরবনে রেখে চলে গেল দালাল

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে চেয়েছিলেন ১১ বাংলাদেশি। কিন্তু শেষমেষ আশ্রয় হয় সুন্দরবনের জঙ্গলে। পরে টহলদারি চালাতে গিয়ে ভারতীয় বন দপ্তরের

রাশিয়ায় বাঁধ ভেঙে বন্যা, পানির নিচে ১০ হাজার বাড়ি’

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় কাজাখস্তান সীমান্তের কাছে ওরেনবার্গ অঞ্চলে নদীর বাঁধ ভেঙে ভয়ংকর বন্যা দেখা দিয়েছে। এতে ১০ হাজার ঘরবাড়ি তলিয়ে গেছে। এরইমধ্যে ৪ হাজারের বেশি