কারাগারে বদলে গেছেন ব্যারিস্টার সুমন, পড়ছেন নিয়মিত নামাজ

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন এবং সেখানে তিনি সম্পূর্ণ নতুন জীবনধারায় অভ্যস্ত হয়েছেন, নিয়মিত নামাজ আদায় করেছেন। আজ রবিবার (১৭ নভেম্বর)। ব্যারিস্টার সুমনের চেম্বার পার্টনার এম লিটন আহমেদ গণমাধ্যমের সাথে কথা বলার সময় এসব কথা জানান।

এর আগে তিনি ১৫ নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করেন এবং তার দৈনন্দিন রুটিনের বিষয়ে আলোকপাত করেন।

তিনি আরও জানান ব্যারিস্টার সুমনের কারাগারের জীবন বেশ শৃঙ্খলাবদ্ধ। তিনি ফজরের আজানের আগেই ঘুম থেকে ওঠেন এবং এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি জেলে বিশেষ সুবিধা বা “ডিভিশন” পেয়েছেন।

তবে মোবাইল ফোনের অভাবে তিনি বেশ সমস্যায় আছেন, কারণ আগে তিনি সার্বক্ষণিক নিজের অনলাইন অ্যাকাউন্টগুলিতে সক্রিয় ছিলেন।

কারাগারে ব্যারিস্টার সুমন

লিটন আহমেদ আরও জানান, কারাগারে ব্যারিস্টার সুমনের সাথে এক ঘরে থাকছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান, এবং একজন সাবেক পুলিশ কর্মকর্তার সঙ্গে।’

তার সাথে আলাপকালে ব্যারিস্টার সুমন কারাগারের কঠিন জীবনের কথা উল্লেখ করেছেন। সন্ধ্যার সময় কারাগারের সেলে ঢুকে পড়া এবং খাবার খেয়ে নিতে বাধ্য হওয়াটা তার জন্য বেশ কষ্টকর বলে তিনি উল্লেখ করেন। দিনের বেশির ভাগ সময় তিনি হাঁটাহাঁটি করেন, তবে অন্য কয়েদিদের মধ্যে তার জনপ্রিয়তা মাঝে মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করে। ফলে সেলের বাইরে হাঁটতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে হয়।

উল্লেখ্য ২৭ অক্টোবর বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মিরপুরে যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুসারে, ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরে হৃদয় মিয়া গুলিবিদ্ধ হন এবং এই মামলায় ব্যারিস্টার সুমন ৩ নম্বর আসামি হিসেবে এজাহারে উল্লেখিত রয়েছেন।

ব্যারিস্টার সুমনের কারাগারের জীবন এবং তার অভ্যন্তরীণ পরিবর্তনের খবরটি অনেকের নজর কেড়েছে, বিশেষ করে তার সহকর্মী এবং সমর্থকদের মধ্যে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সৌদিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সাথে “সৌদি আরবের ভিশন ২০৩০

অনলাইন ডেস্ক: সৌদি আরব ব্যুরো প্রধান সোহরাব হোসেন লিটনঃ বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা” শীর্ষক একটি সেমিনার আয়োজন করা হয়। সেমিনারের উদ্দেশ্য হল বাংলাদেশ ও সৌদি

তাড়াশে ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে “ভূমি জাদুঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২২ জানুয়ারি সন্ধ্যায় পর তাড়াশ ভুমি জাদুঘরের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক

একবার হলেও আত্মহত্যার চিন্তা করেন ৫২.৪% বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ঠিকানা টিভি ডট প্রেস: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৫২ দশমিক ৪ শতাংশের মাথায় একবার হলেও আত্মহত্যার চিন্তা এসেছে। এর মধ্যে ক্যারিয়ার নিয়ে হতাশায় ৩০ শতাংশ শিক্ষার্থীর মাথায়

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ওপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। হামলার শিকার শ্রাবণকে প্রথমে ঢাকা মেডিকেল

সাগরে দ্বীপ দখল করল চীন, প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগরে একটি দ্বীপ দখল করেছে চীন। এ নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে তাদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। সোমবার (২৮ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম