কামালাকে হারিয়ে আমেরিকায় ট্রাম্পের প্রত্যাবর্তন

নিজস্ব প্রতিবেদক: ধর্ষণ, আর্থিক জালিয়াতিসহ বহু মামলার আসামি ডোনাল্ড ট্রাম্পই হলেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট। ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়াবারের মতো মার্কিন প্রেসিডেন্ট হলেন এই রিপাবলিকান।

আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়ে বেশকিছু অনন্য নজির গড়েছেন ট্রাম্প। তিনিই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েও নির্বাচনে জিতলেন।

এ ছাড়া অভিশংসিত হওয়ার পরেও প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন তিনি।

এসবের বাইরেও নির্বাচনে লড়ে হেরে যাওয়ার পর হোয়াইট হাউজে ফিরে যাওয়া ইতিহাসের দ্বিতীয় প্রেসিডেন্ট হলেন ট্রাম্প। এর আগে, এমন রেকর্ড ছিলো শুধু গ্রোভার ক্লিভল্যান্ডের। ১৮৮৮ সালে নির্বাচনে হেরে যাওয়ার চার বছর পর আবার জয়ী হয়েছিলেন তিনি।

নির্বাচনে জিতলেও পথটা মসৃণ ছিলো না ডোনাল্ড ট্রাম্পের। অর্থ ও নারী কেলেঙ্কারি, সরকারি নথি গোপনের অভিযোগ, ক্যাপিটাল হিলে হামলা করাসহ নানা নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে ব্যাপক সমালোচিত ছিলেন তিনি।’

এ ছাড়াও, চারটি ফৌজদারি মামলার মুখোমুখি হয়ে এবং একটিতে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এসবের রেশেই নির্বাচনি প্রচারের সময় দুইবার হত্যাচেষ্টার শিকার হন তিনি।

একইসঙ্গে, অভিবাসন নীতির সবসময়ই বিরোধীতা করে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিবাসনের বিরোধিতা করে একদিকে সমালোচিত হয়েছেন ট্রাম্প, অন্যদিকে নির্দিষ্ট একটা শ্রেণির কাছে জনপ্রিয়তাও পেয়েছেন সমানভাবে। যারই সুফল পেলেন নির্বাচনের ভোটের ময়দানে।

মুসলিমদের নিয়েও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করেছেন আমেরিকার নতুন এই প্রেসিডেন্ট। সন্ত্রাস এবং মুসলিম সম্প্রদায়কে একত্র করে যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে আসছিলেন তিনি।

নানা বিতর্ককে পিছনে ফেলে আমেরিকার ইতিহাসে অনন্য নজির গড়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। সামনের দিনগুলোতে বিতর্কিত এই নেতার, রাজনৈতিক দর্শন কী হবে? সেদিকেই তাকিয়ে থাকবে পুরো বিশ্ব।

অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই করেও, আমেরিকার ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে পারলেন না কামালা হ্যারিস। গাজা যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের ইসরায়েলের পক্ষে অবস্থান এবং নারী প্রার্থী হওয়ায় পরাজিত হয়েছেন কামালা হ্যারিস। এমন ধারণা করছেন অনেকেই।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১০ মাসে ১৩০ মিলিয়ন ডলার নিয়ে গেছেন বিদেশি নাগরিকরা: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা তাদের আয় থেকে ১৩০ দশমিক ৫৮ মিলিয়ন মার্কিন ডলার নিজ নিজ

ঝড়-বৃষ্টিতে চীনে নি’হ’ত ১১, নিখোঁজ ১৪

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে ১১ জন নিহত হয়েছে। এছাড়া অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এ

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন

রাইসির মৃত্যুতে ইসরায়েল কি জড়িত

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ সব আরোহী। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভিসহ

ইমিগ্রেশন সম্পন্ন আজহারীর, প্রবেশ করেছেন মালয়েশিয়ায়

নিজস্ব প্রতিবেদক: আলোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। শনিবার ভোরে বিষয়টি নিশ্চিত করেন আজহারীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ মুরাদ।

আমরা সাহসী জাতি, প্রতিটি রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে: পাক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ‘ঐক্যবদ্ধ জাতি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, আমরা সাহসী জাতি, গত রাতে