নজরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নে এক দোকানদারের ঘরে টাঙানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এ ঘটনা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ব্যস্ততম বাজার এলাকার একটি দোকানের দেওয়ালে ফ্রেমে বাঁধানো তারেক রহমানের ছবি শোভা পাচ্ছে। দোকানে আসা অনেক ক্রেতা ছবিটি দেখে বিস্মিত হন এবং কেউ কেউ প্রশংসা করেন। স্থানীয়দের অনেকে বলছেন, এটি শুধু একজন রাজনৈতিক নেতার ছবি টাঙানো নয়, বরং দীর্ঘদিন ধরে বিএনপির প্রতি দোকানদারটির আস্থার প্রকাশ।
এ বিষয়ে দোকানদার বলেন, আমি ছোটবেলা থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। তাই ঘরে ও দোকানে তাদের ছবি টাঙিয়ে রেখেছি। এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, সাধারণ মানুষের হৃদয়ে এখনো তারেক রহমান বেঁচে আছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নানা বাধা-বিপত্তির মধ্যেও মানুষ নিজের মতো করে ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছে।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল- কায়েস বলেন, ছবিটি টাঙানোর বিষয়টি হয়তো সামান্য মনে হতে পারে, তবে এটি মাঠপর্যায়ের রাজনৈতিক বাস্তবতাকে তুলে ধরে। দীর্ঘদিন ধরেই বিএনপি নেতৃত্ববৃন্দ দেশে না থাকলেও তৃণমূলের কর্মী-সমর্থকরা তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে চলেছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.