আবদুল জলিলঃ কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে পরিচালিত উপজেলা পরিষদ আদর্শ একাডেমির প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা , নম্বরপত্র বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল দশটায় একাডেমি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নম্বরপত্র তুলে দেন। এসময় তিনি বিদ্যালয়টিতে অধ্যয়নরত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, শুধু শিক্ষা নয় সুশিক্ষা এবং বাস্তবানুগ শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান এটি। সরকারীভাবে ইতোমধ্যে এই বিদ্যালয়টির জন্যে একাডেমিক ভবন নির্মাণ করা হচ্ছে। আশা করি এতে করে বিদ্যালয়টির শিক্ষার্থীরা পড়ালেখার অধিকতর সুন্দর পরিবেশ পাবেন। আনন্দের মাধ্যমে পাঠদান নিশ্চিত করতে সম্ভব সবরকম ব্যবস্থা নেয়ার বিয়য়টি নিশ্চিত করা হবে বলে তিনি জানান।
এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক সুজন আহম্মেদ, বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।