কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে দায়িত্বরত সেনাবাহিনীর অভিযানে ১২৫ বস্তা সরকারী চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের নতুন মাইজবাড়ি এলাকার শফিকুল ইসলাম নামে এক রাজমিস্ত্রীর বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। কাজিপুর আর্মি ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযানটি পরিচালিত হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার জানান, সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে সরকারী চাল অবৈধভাবে ক্রয় করে নতুন মাইজবাড়ি এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে। পরে তারা অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করতে সক্ষম হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ হওয়া চালগুলো উদ্ধার করে সরকারি গুদামে পাঠানো হয়। এসময় চালের দাবীদার কাউকে পাওয়া যায়নি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.