কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে এই অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, কাজিপুর উপজেলা বিএনপির নেতা ও শিক্ষার্থী অভিভাবক সাজ্জাদুল ইসলাম বাবলু,
কাজিপুর থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা আকিব আহমেদ অন্তর। বিদ্যালয়ের শিক্ষার্থী উন্মেষ ও লাবন্যর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সেরা অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে মোট দুইশ পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীগণ সঙ্গীত পরিবেশন করেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.