
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৭ নম্বর খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান ও খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে খাসরাজবাড়ী ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ করা হয়েছে।