কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে মারিয়া খাতুন নামের সাত বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুর দেড়টায় উপজেলার মেঘাই আশ্রয়ন প্রকল্পের নিকটে বালির পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। ওই শিশুটির দিনমজুর পিতা আব্দুল মালেক স্ত্রী ও আরেক সন্তানসহ আশ্রয়ণের ঘরে থাকেন।
স্থানীয়সূত্রে জানা গেছে, আশ্রয়নের ঘরগুলোর সাথেই বালু ব্যবসায়ীরা যমুনা থেকে বালি উত্তোলন করে রেখেছে। ওই বালি থেকে নির্গত পানি জমে রাখার জন্যে সেখানে ডোবা খনন করা হয়েছে। বেলা এগারটায় শিশুটির মাতা টুবুলি খাতুন ওই ডেবার পানিতে কাপড় ধুতে যান। এসময় ওই শিশুটিও মায়ের সাথে সেখানে যায়। এক পর্যায়ে মায়ের চোখ ফাঁকি দিয়ে ওই শিশুটি ডোবার পানিতে গোসল করতে নামে। কাপড় ধুয়ে শিশুটির মা বাড়িতে চলে আসেন। অনেকক্ষণ পরে মেয়েকে দেখতে না পেয়ে তিনিসহ প্রতিবেশিরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বেলা দেড়টায় দিকে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন এক প্রতিবেশি। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারকে দেখালে তিনি মৃত ঘোষনা করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের অনুরোধে শিশুটিকে বিনা ময়না তদন্তে দাফনের জন্যে রেখে আসা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.