
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচজন নারী পেলেন জয়িতা সম্মাননা। নানা ক্যাটাগরিতে অবদান রাখায় তাদের এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। তিনি জয়িতাদের হাতে ক্রেস্ট তুলে দেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ছালাভরা গ্রামের মোছাঃ মানিকজান, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে কাজিপুর পৌরসভার রাজিয়া সুলতানা, সফল জননী হিসেবে সোনামুখীর নাজমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে পৌরসভার সুলতানা পারভীন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী হিসেবে মাইজবাড়ীর জুলেখা খাতুনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, জয়িতা সুলতানা পারভীন ও রাজিয়া সুলতানা।