নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে পুকুর পাড়ে গাইডওয়ালের অভাবে ১০০ মিটার রাস্তা নিরবে ধ্বসে যাওয়ার আশঙ্কা করেছেন এলাকাবাসী।
জানা যায়, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় বাজার হতে মাথাইল চাপর কবরস্থান পর্যন্ত রাস্তার সংস্কার কাজ পায় মেসার্স অনামিকা এন্টারপ্রাইজ। এ রাস্তায় রিপিয়ারিং এর কাজ শুরু করলেও কাজের মান নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করেছে কিন্তুু অসম্পূর্ণ মাত্র ৭০মিটার রাস্তাটি যদি গাইডওয়াল না করে সম্পূর্ণ করা হয় তাহলে সরকারি টাকা অল্প দিনের মধ্যেই গোচ্চা যাবে। এক্ষেত্রে টেকসই ও এলাকাবাসীর উন্নয়নের স্বার্থে অতি দ্রুত গাইডওয়াল নির্মানের জন্য যথাযথ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ভ্যান চালক আব্দুর রহমান বলেন, পুকুর পাড়ে রাস্তার পাশে গাইড ওয়াল না থাকায় বৃষ্টি নামলেই রাস্তা ভেঙ্গে পুকুরে চলে যায়। ভারি কোন কিছু নিয়ে যাতায়াত করতে পারি না। সরকার যদি এখানে পুকুরের পাশে গাইড ওয়াল নির্মাণ করে দেয় তাহলে রাস্তাটা টেকসই হবে এবং সেই সাথে আমরা সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবো, অন্যথায় বৃষ্টি বাদলেে কারনে রাস্তা মেরামতের দু'চার মাস পরেই ভেঙ্গে যাবে।
এ বিষয়ে অনামিকা এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস বলেন, সরকারি যথাযথ নিয়ম মেনেএলজিইডি লটারির মাধ্যমে কাজ পেয়ে শুরু করেছি। এলাকর সচেতন
ব্যক্তিরা আমার কাছে যেমন অভিযোগের কথা উল্লেখ করেছে তেমনি সকল দপ্তরেও তাঁরা এই সমস্যার কথা বলেছে কিন্তু আমি কিভাবে সে গাইডওয়াল করে দিব? তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায় এখানে একটা গাইড ওয়াল নির্মাণের ব্যবস্থা নিতে পারে। এদিকে জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা বলা হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে এসব
বিষয়ে কাজিপুর উপ সহকারী প্রকৌশলী আব্দুল আলিম জানান, সকলের কথা ভেবে গাইডওয়াল তৈরী করা প্রয়োজন। আমার পক্ষ থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.