আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভাতাভোগী নারী ও পুরুষ সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতনণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাজিপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফিস প্রাঙ্গণ থেকে এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা কমান্ডান্ট চন্দন দেবনাথ বিভিএম। বিশেষ অতিথি ছিলেন সার্কেল এডজুটেন্ট সোহেল রানা। সংস্থাটির মহাপরিচালকের এই উপহার সামগ্রীর মধ্যে ছিলো চাল, সেমাই, লাচ্চা, গুড়া দুধ, সুজি, চিনি, সয়াবিন ও নুডলস। উপজেলা মোট ৪৭ জন ভাতাভোগীকে এই সুবিধা দেয়া হয়।
কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহ আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে জেলা কমান্ডান্ট বলেন, সংস্থার মহাপরিচালক মহোদয় ভাতাভোগী সদস্যদের কাজের গতি বৃদ্ধি ও অনুপ্রেরণা দিতেই ঈদুল আজহায় এই সহায়তা প্রদান করা হলো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক পেস্তা মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা যমুনা রানী রায়, উপজেলা কোম্পানি কমান্ডার সোনার উদ্দিন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.