
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মোহসিন রেজার মুক্তির দাবীতে সিরাজগঞ্জ সোনামুখী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেছেন ওই কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকগণ। মানববন্ধন থেকে তারা সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি অধ্যক্ষ মোহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী করেন। এসময় সহকারি অধ্যাপক গোলাম আহসান হাবিব জানান, বিগত সরকারের সময়ে মিথ্যা মামলা করা হয়েছিলো। এই মামলায় সম্প্রতি আদালত তাকে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবী জানাচ্ছি।
বুধবার দুপুরে একই দাবীতে ওই রাস্তায় ,মানববন্ধন করেছে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্রীরা। মানববন্ধন থেকে তারা ওই কলেজ পরিচালনা কমিটির সদ্য নিয়োগ পাওয়া সভাপতি মোহসিন রেজা বিপ্লবের মুক্তির দাবী জানান।