আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রায় অর্ধ শতাব্দী পরে উদ্ধার হওয়া সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ করেছে মাদ্রাসার শিক্ষক শিৃক্ষার্থীরা। মাঠটি আবার যেন গরুর হাটের দখলে না যায় সে বিষয়ে সবার সহযোগিতা কামনা ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় চারবিঘা আয়তনের মাদ্রাসা মাঠে কয়েকশ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেছেন তারা। দুপুরে ওই মাঠ পরিদর্শন করেন কাজিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ) ও সহকারি কমিশনার (ভূমি) সাবরিন আক্তার। তিনি সরেজমিন মাদ্রাসামাঠ ঘুরে দেখেন এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি জানান, যাতে করে এই মাঠে আর গরুর হাট না বসে সে বিষয়ে সবার দৃষ্টি রাখা দরকার। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল আমিন জানান, দীর্ঘদিন পরে মাদ্রাসা মাঠ ফিরে পেয়ে উৎফুল্ল করছি।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.