কম্বোডিয়ায় থাইল্যান্ডের এফ-১৬ বিমান হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির একটি সড়কে দুটি বোমা ফেলে থাই এয়ারফোর্সের একটি এফ-১৬ যুদ্ধবিমান। এতে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক সরকার।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সমসাক থেপসুথিন জানান, নিহতদের মধ্যে এক শিশুসহ ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য। আহতদের মধ্যে রয়েছেন ২৪ জন বেসামরিক এবং সাতজন সেনা সদস্য।

সংঘাত শুরুর পর দুই দেশই সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। ব্যাংকক সরকার জানিয়েছে, প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্তও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শত বছরের পুরোনো সীমান্ত বিরোধ রয়েছে। সংঘর্ষপ্রবণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত, যেখানে ১১ শতকের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে থেকে উত্তেজনা চলছে।

বৃহস্পতিবার সেই অঞ্চলের কাছেই ‘তা মোয়ান থম’ মন্দিরের কাছে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাত শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করছে।

থাই সেনাবাহিনীর অভিযোগ, কম্বোডিয়া নজরদারির জন্য ড্রোন মোতায়েন করায় তাদের বাহিনীর ওপর হামলা হয়। অন্যদিকে, কম্বোডিয়ার দাবি, চুক্তি লঙ্ঘন করে থাই সেনারা তাদের ভূখণ্ডে প্রবেশ করে এবং একটি সামরিক স্থাপনার দিকে অগ্রসর হয়।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের একটি যুদ্ধবিমান তাদের ভূখণ্ডে দুটি বোমা ফেলে। থাই সেনা কর্মকর্তা রিচা সুকসুওয়ানন রয়টার্সকে জানান, একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

গত মে মাসে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে উভয় দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। এমনকি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই বাহিনীর এক সদস্য আহত হন।

সংঘাত শুরুর পর থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে নেয় এবং দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেয়, যা উত্তেজনা আরও বাড়ায়।

এ অবস্থায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন আসিয়ান জোটের বর্তমান সভাপতি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত পরস্পরের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হুন মানেত বলেন, “শান্তি চাই, তবে সামরিক আগ্রাসনের জবাব সামরিকভাবেই দিতে হবে।”

বিশ্লেষকদের মতে, দুই দেশের কূটনৈতিক উত্তেজনা ও সামরিক অগ্রাসন দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন ভিপি অমর কৃষ্ণ দাস, সম্পাদক সুকুমার সরকার

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ পৌর ঘুরকা মহাশ্মশান ঘাট মন্দির কমিটির সভাপতি হলেন জেলা বিএনপির সহ সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস ও সাধারণ সম্পাদক সুকুমার সরকার। শুক্রবার

নিজ বাসা থেকে হিজড়া শিলার গলা কাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায়া হিজড়া সম্প্রদায়ের শিলা নামের একজনের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে

বড় সম্পাদকের ছোট মানসিকতা-১

ঠিকানা টিভি ডট প্রেস: ভয়াবহ জন-যানজটের ঢাকা শহরে প্রথম এসে দৌড়-ঝাঁপের রিপোর্টিং করার ইচ্ছেটা দু’দিনেই মরে গিয়েছিল। বছর সাতেক কেরানির কাজের (সম্পাদনা) পর ইচ্ছেটা ফের

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

রংপুরে জিএম কাদেরের বিরুদ্ধে এনসিপি নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টায় রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়

মিত্রদের জন্য ৫০ আসন বিএনপির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিস্টবিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদলগুলোকে ৫০ আসন ছাড়ার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। শর্ত সাপেক্ষে ঐকমত্যের ভিত্তিতে শেষ পর্যন্ত এই সংখ্যা আরও