কম্বোডিয়ায় থাইল্যান্ডের এফ-১৬ বিমান হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির একটি সড়কে দুটি বোমা ফেলে থাই এয়ারফোর্সের একটি এফ-১৬ যুদ্ধবিমান। এতে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ব্যাংকক সরকার।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সমসাক থেপসুথিন জানান, নিহতদের মধ্যে এক শিশুসহ ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য। আহতদের মধ্যে রয়েছেন ২৪ জন বেসামরিক এবং সাতজন সেনা সদস্য।

সংঘাত শুরুর পর দুই দেশই সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। ব্যাংকক সরকার জানিয়েছে, প্রায় ৪০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, সীমান্তও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে শত বছরের পুরোনো সীমান্ত বিরোধ রয়েছে। সংঘর্ষপ্রবণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত, যেখানে ১১ শতকের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে থেকে উত্তেজনা চলছে।

বৃহস্পতিবার সেই অঞ্চলের কাছেই ‘তা মোয়ান থম’ মন্দিরের কাছে প্রথম গোলাগুলির ঘটনা ঘটে। উভয় পক্ষই সংঘাত শুরু হওয়ার জন্য একে অপরকে দায়ী করছে।

থাই সেনাবাহিনীর অভিযোগ, কম্বোডিয়া নজরদারির জন্য ড্রোন মোতায়েন করায় তাদের বাহিনীর ওপর হামলা হয়। অন্যদিকে, কম্বোডিয়ার দাবি, চুক্তি লঙ্ঘন করে থাই সেনারা তাদের ভূখণ্ডে প্রবেশ করে এবং একটি সামরিক স্থাপনার দিকে অগ্রসর হয়।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, থাইল্যান্ডের একটি যুদ্ধবিমান তাদের ভূখণ্ডে দুটি বোমা ফেলে। থাই সেনা কর্মকর্তা রিচা সুকসুওয়ানন রয়টার্সকে জানান, একটি সামরিক লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

গত মে মাসে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। সাম্প্রতিক সময়ে উভয় দেশই সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়েছে। এমনকি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে থাই বাহিনীর এক সদস্য আহত হন।

সংঘাত শুরুর পর থাইল্যান্ড তাদের রাষ্ট্রদূতকে কম্বোডিয়া থেকে ফিরিয়ে নেয় এবং দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দেয়, যা উত্তেজনা আরও বাড়ায়।

এ অবস্থায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন আসিয়ান জোটের বর্তমান সভাপতি ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। শান্তিপূর্ণ সমাধানের কথা বললেও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত পরস্পরের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হুন মানেত বলেন, “শান্তি চাই, তবে সামরিক আগ্রাসনের জবাব সামরিকভাবেই দিতে হবে।”

বিশ্লেষকদের মতে, দুই দেশের কূটনৈতিক উত্তেজনা ও সামরিক অগ্রাসন দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর করল শিক্ষার্থীরা, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে রাত ৩টায় সিদ্ধান্তের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সচিবালয়ে প্রবেশ করে গাড়ি ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ হয়ে যান

গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত প্রায় ১০০

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এন’জেরেকোতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ মানুষ নিহত হয়েছেন। গতকাল রোববার এ সংঘর্ষের

সুরমা নদীর তীব্র স্রোতে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর এলাকায় সুরমা নদী পার হতে গিয়ে তীব্র স্রোতে নৌকাডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ তিন জনই আজমপুর আশ্রয়ণ প্রকল্পের

পটুয়াখালীতে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে সরকারি চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গা‌রিয়া ইউ‌পি চেয়ারম্যান ‌সৈয়দ গোলাম মর্তুজা শুক্কুর এর ঘর থেকে সাড়ে ১৭টন সরকারী ‌ভি‌জিএ‌ফের চাল জব্দ করেছে দুমকী উপ‌জেলা প্রশাসন।

বেলকুচিতে নূরুল-মোমেনা ফাউন্ডেশন এর আয়োজনে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটাল ও ঐশী ডেন্টাল সার্জারী অর্থোডনটিকস্ এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ও ডেন্টাল

সিন্ডিকেট ভাঙতে বাঁশখালীতে ছাত্রসমাজের ন্যায্যমূল্যে সবজি বিক্রি, টনক নড়ছে ব্যবসায়ীদের

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল বাজারে ন্যায্যমূল্যে সবজি বিক্রি করছে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চাম্বল ইউনিয়ন ব্লাড ফোরাম এবং বৈষমবিরোধী ছাত্র