নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে।
বুধবার বিকেল ৪টার দিকে আগুন লাগাল খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, খবর পেয়ে বিকেল ৪টা ৩৯ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে সাত ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলশান লেকের পাশে এ অগ্নিকাণ্ড ঘটেছে। ওই এলাকায় রাস্তা সংকীর্ণ হওয়ায় পানিবাহী গাড়িগুলো ঢুকতে অসুবিধা হচ্ছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.