মো. মাইনুল ইসলাম, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার রহিমানগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে কচুয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। সমাবেশ শেষে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন সমর্থিত একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
হামলায় অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে ও বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান কচুয়া উপজেলা বিএনপির নেতারা। সংঘর্ষের পর এলাকা থমথমে হয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে মিছিলটি চলাকালে ১৫-২০ জনের একটি দল লাঠিসোটা ও ইট নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে।”
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম এ হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে কোনো প্রকৃত বিএনপি নেতাকর্মী হামলা চালাতে পারে না। যারা করেছে তারা বিএনপির আদর্শবিচ্যুত ও সরকারের এজেন্ট।”
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.