কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শনিবার দুপুর পৌনে ১২টার দিকে অজ্ঞাত পরিচয় ওই যুবকের লাশটি উদ্ধার করে লাইফ গার্ড কর্মীরা। তার বয়স অনুমানিক ৩৫ বছর।
বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, শনিবার বেলা সাড়ে ১১টার পর সৈকতের নাজিরারটেক পয়েন্ট এলাকা থেকে এক যুবককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তবে লাশটি এখনো মর্গে পাঠানো হয়নি।
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, আজ সকালে এক যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর দুপুর ১টা ও বিকাল ৩টার দিকে সি-গাল পয়েন্ট থেকে আরো দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিনজনের লাশ উদ্ধার হলো।
সূত্র : ইউএনবি
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.