নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। বৃহস্পতিবার (২০ জুন') দিবাগত ভোররাত ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আনোয়ার হোসেন ও তার স্ত্রী মা মাইমুনা আক্তার। আনোয়ারের স্ত্রী মাইমুনা গর্ভবতী ছিলেন। নিহত আনোয়ার বাদশাঘোনা এলাকার নজির হোসেনের ছেলে। তিনি স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
স্থানীয়রা জানান, পাহাড়ের পাদদেশে বসবাস করতেন আনোয়ার হোসেনের পরিবার। বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টিপাত হওয়ায় শুক্রবার ভোররাতে পাহাড়ধসে তাদের উপর পড়ে। এতে স্বামী-স্ত্রী মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.