কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন রাজশাহী সদরের বাসিন্দা শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে মোহাম্মদ সিফাত (২০)। সকালে তারা পরিবারসহ কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি হোটেলে ওঠেন। দুপুরে সাগরে গোসল করতে নেমে স্রোতের টানে তারা ভেসে যান। খবর পেয়ে সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সী সেইফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী মোহাম্মদ শুক্কুর বলেন, “প্রথমে বাবাকে, পরে ছেলেকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নেওয়ার পর দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক।”
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি জানান, মরদেহ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এর এক দিন আগেই (রোববার) লাবণী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের পর্যটক রাজীব আহম্মদ (৩৫)। রাতেই ডায়াবেটিক পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন সকালে শৈবাল পয়েন্টে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন কক্সবাজার শহরের বাহারছড়ার মোহাম্মদ নুরু। সোমবার সকালে নাজিরারটেক পয়েন্টে তার মরদেহ ভেসে ওঠে।
পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে এই মৃত্যুগুলো। সংশ্লিষ্টরা সাগরে নামার আগে আবহাওয়া ও স্রোতের পূর্বাভাস, নির্ধারিত এলাকায় গোসল এবং লাইফ গার্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.