নিজস্ব প্রতিবেদক: লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) কক্সবাজারের চকরিয়া উপজেলায় যৌথবাহিনীর অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছেন।'
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ার গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্রসহ একদল সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযানে যায় সেনাদের একটি দল।
লে. তানজিম ওই সন্ত্রাসীদের কাছাকাছি পৌঁছে তাদের সঙ্গে আলোচনা করতে এগিয়ে গেলে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয় এবং সন্ত্রাসী তার গলায় ৩ বার ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে।
সন্ত্রাসীরা লে. তানজিমের বাম চোখের ভেতরে ছুরি বসিয়ে দেয় এবং তার গলার আঘাত বেশি গভীর হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তাকে উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
সেনা অফিসার হত্যায় সরাসরি অংশ নেয়া সন্ত্রাসীরা বহুদিন ধরে ডাকাতিতে জড়িত ছিল। তারা হলো- হেলাল, শাহ আলম, গালকাটা নুরুল ইসলাম, আব্দুর রশিদ, পারভেজ, পুতু ডাকাত, আবছার।
ডাকাত হেলাল ছাড়া সবাই মালুমঘাটের রহমান হত্যা মামলার আসামি, মাত্র মাসখানেক আগে ডাকাত শওকত আলী ও উলুবনিয়ার সন্ত্রাসী সজিবের সহযোগিতায় তারা জামিনে বের হয়ে আসে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.