বলরাম দাশ অনুপম, কক্সবাজার: জুলাই গণ-অভ্যুত্থান’ স্মরণে ঘোষিত পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ১৯ জুলাই (শনিবার) কক্সবাজারে আসছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতারা। কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় নেত্রী তাসনীম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন বলেন, “কক্সবাজার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক মানের একটি শহর। আমরা আশা করি, এখানে গোপালগঞ্জের মতো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। পদযাত্রা সফল করতে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়েছে। তাদের সহযোগিতায় কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছি।”
জেলা পর্যায়ের প্রস্তুতি প্রসঙ্গে কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুক বলেন, “সকল উপজেলায় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পদযাত্রা কক্সবাজার বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে গিয়ে জনসভায় পরিণত হবে।”
তিনি আরও জানান, কেন্দ্রীয় নেতারা কক্সবাজারে আসার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাবিরতির সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং গণসংযোগের অংশ হিসেবে লিফলেট বিতরণ করবেন।
পদযাত্রা কর্মসূচিকে ঘিরে কক্সবাজারে এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও প্রস্তুতির ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নেতারা আশা করছেন, জনগণের অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.