ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেনের জিডি করার জন্য অর্থ নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।,
ভিডিওতে এক ব্যক্তি ওসিকে জিডি করতে আবেদনের সঙ্গে টাকা দেয়ার পর ওসিকে বলতে শোনা যায়, কম টাকা দিলে ইজ্জত থাকে? এই কথা বলে তিনি দরখাস্তসহ টাকাটি তার ড্রয়ারে রেখে দেন। ভিডিওতে দেখা যায় তার সামনের ২ চেয়ারে দুজন লোক বসা ছিলেন। দুজন লোকের সামনেই দরখাস্তের সাথে টাকাটি দেন তিনি।
শুক্রবার (১৮ এপ্রিল), সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিওটি ছড়িয়ে পড়ে। তবে এটি কবের ভিডিও সেটি নিশ্চিত হওয়া যায়নি।'
জানা যায়, ভাইরাল হওয়া ভিডিওতে আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেনের সাথে ওসির কথোপকথনের ওই ভিডিও কেউ একজন ধারণ করেন। কোনো একটি বিষয়ে জিডি করতে এ সময় বেলায়েত এবং ওসি এনায়েত হোসেনের মধ্যে ওই কথা হয়। এসময় কাগজপত্রের ফাইলে টাকাসহ দিলে ওসি সেটি দেখিয়ে বলতে থাকেন এত কম টাকা দিলে ইজ্জত থাকে?
এ বিষয়ে খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন গণমাধ্যম কর্মীদের বলেন, ঘটনাটি আমার মনে নাই। শুক্রবার ভিডিওটি ভাইরাল হওয়ার পর গোটা উপজেলায় সামলানোর ঝড় বইতে শুরু করছে। তাছাড়া ওসির বিরুদ্ধে নিরীহ মানুষদের হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। জনগণ রাত জেগে পাহারা দিয়েও ডাকাতির আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না। প্রায় প্রতিদিনই ডাকাতি হচ্ছে। এ নিয়ে ওসির বিরুদ্ধে জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছিল।
এ বিষয়ে কথা বলতে শুক্রবার রাতে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেনের মুঠোফোনে কল দিলে তিনি কোনো সাড়া দেননি।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.