ওয়াজ চলাকালে গাড়ি ভাঙচুর, খুলে নিয়ে গেল হেডলাইটের বাল্ব, খুলে নিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: ওয়াজ মাহফিল চলাকালে নিজের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা, এমন অভিযোগ করেছেন ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি’) রাতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামণ্ডল এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলের পাশে এ ঘটনা ঘটে।

মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা ছিলেন।

মাহফিল শেষে নিজের ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন মাওলানা তাহেরী নিজেই।

এ সময় ৯ মিনিট ধরে গাড়িতে হামলার পুরো বিস্তারিত ঘটনা তুলে ধরেন তিনি।

ভিডিওতে মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীকে বলতে শোনা যায়, ২৩ বার গাড়ি ভাঙচুর করা হয়েছে, কখনোই লাইভে আসেননি। কিন্তু এবার আসতে বাধ্য হয়েছি। কারণ আমার পরের মাহফিলটি ছিল পাবনায়। আমি কুমিল্লার ওই মাহফিলে যখন বলছিলাম আমার পরদিন সকালে মাহফিলটি ছিল পাবনায়, তখন দুর্বৃত্তরা আমি যেন পাবনা না যেতে পারি সেজন্য আমার গাড়িটি ভাঙচুর করেছে।’

তিনি বলেন, তারা আমার গাড়িটির যদি গ্লাসগুলো ভেঙে দিতো দুঃখ হতো না, তারা আমার গাড়ির হেডলাইটগুলো ভাঙচুর করে ভেতরের বাল্বগুলো খুলে নিয়ে গেছে। আমি যেন রাতের আঁধারে পাবনা না যেতে পারি, তাই তারা এ কাজ করেছে। আপনারা জানেন প্রিমিও গাড়ির হেডলাইট অনেক ব্যয়বহুল।

মাওলানা তাহেরী বলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গামন্ডল এলাকায় মাহফিল ছিল। আমি আমার সফরসঙ্গীরাসহ গাড়ির ড্রাইভারকে নিয়ে আয়োজক কমিটির বাড়িতে খাবার খেতে যাই। খাবার খেয়ে আমি সোজা স্টেজে চলে আসি। আমি ওয়াজ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যে এ কাণ্ড ঘটিয়ে ফেলে দুর্বৃত্তরা। আমার ড্রাইভার গাড়ির কাছে গিয়ে গাড়ির দশা দেখে আমাকে জানায়নি কারণ আমি ওয়াজ করছিলাম।’

এ সময় দুর্বৃত্তদের উদ্দেশে তাহেরী বলেন, যুগে যুগে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আলেম ওলামারা লাঞ্ছিত হয়েছেন। এটা নতুন ঘটনা নয়। আজকে আমার সঙ্গে যে এ কাণ্ড করেছে আমি আল্লাহর কাছে তাদের হেদায়েতের জন্য দোয়া করি। হে আল্লাহ তুমি তাদের হেদায়াত দাও, যদি হেদায়াত না দাও তবে তাদের ধ্বংস করে দাও।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম আতিকুল্লাহ জানান, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২৬’দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান’

নিজস্ব প্রতিবেদক: রমজানের ঈদ আসতে আরও বাকি ১৪দিন। এর আগেই ছুটি শুরু হয়ে গেছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। ২০ এপ্রিল পর্যন্ত ক্লাস বন্ধ থাকার ঘোষণা। সে অনুযায়ী

ইসরায়েলে আটকে পড়াদের ফেরাচ্ছে ভারত, প্রথম ফ্লাইটে এলো ২১২

ইসরায়েলে আটকে পড়াদের দেশে ফেরাতে শুরু করেছে ভারত। প্রথম ফ্লাইটে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবার) সকালের দিকে ওই ভারতীয়দের নিয়ে

নেপালের ১ রানের আক্ষেপ, বাংলাদেশের সুপার এইট প্রায় নিশ্চিত

ঠিকানা টিভি ডট প্রেস: ভরপুর নাটকীয়তা শেষে তীরে এসে তরি ডুবল নেপালের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১ রানে হেরে ইতিহাস গড়া

পবিত্র হজে এবছর খুতবা পাঠ করবেন শায়খ মুআইকিলি

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের পবিত্র হজের খুতবা প্রদান করবেন মসজিদ আল হারামের ইমাম ও খতিব ড. শায়খ মাহের বিন হামাদ বিন মুহাম্মাদ বিন আল-মুআইকিলি। সোমবার

সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সরকারের ভিতর স্ববিরোধিতা-সমন্বয়হীনতা প্রকট হয়ে উঠছে

নিজস্ব প্রতিবেদক: মাত্র তিন মাস বয়সী বর্তমান সরকার। তবে তিন মাসের মধ্যেই সরকারের মধ্যে সমন্বয়হীনতা লক্ষ্য করা যাচ্ছে। সরকারের এক মন্ত্রণালেয়র সঙ্গে অন্য মন্ত্রণালয়ের কাজের