ওএমএস ডিলার নির্বাচনে হট্টগোল, কুষ্টিয়ায় লটারি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে লটারির কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় লটারি কার্যক্রম স্থগিত করা হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক আবেদনকারী উপস্থিত ছিলেন। অভিযোগকারীরা দাবি করেন, কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ডিলারশিপে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও ঘনিষ্ঠজনদের প্রভাব খাটিয়ে অনিয়মের চেষ্টা চলছে।

তাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সমর্থক ও অনুসারীরা আবেদন করেছেন এবং তাদের নিয়োগ দিতে একটি প্রক্রিয়াগত কৌশল অবলম্বন করা হচ্ছে। তারা দাবি করেন, এসব প্রার্থীকে বাদ দিয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করতে হবে।

তবে এই অভিযোগকারীরা কারা আওয়ামী লীগের নেতাকর্মী বা দোসর—তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।

অপরদিকে, বেশ কয়েকজন আবেদনকারী ও উপস্থিত প্রত্যক্ষদর্শী অভিযোগকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের দায় আরোপ করেন। তারা বলেন, উন্মুক্ত ও স্বচ্ছভাবে লটারি চলছিল, হঠাৎ তর্কবিতর্ক ও চিৎকার-চেঁচামেচির কারণে লটারি বন্ধ করতে হয়। তারা শান্তিপূর্ণ পরিবেশে পুনরায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের দাবি জানান।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়ম মেনেই স্বচ্ছভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন হচ্ছিল। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় লটারি স্থগিত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক: এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ সংকট

নিজস্ব প্রতিবেদক: প্রথম দফায় ১৩৯টি উপজেলা নির্বাচন সম্পন্ন হয়েছে। যথারীতি বিরোধী দল বিহীন এই নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার। আওয়ামী লীগের নেতারাই অধিকাংশ উপজেলায় নিরঙ্কুশভাবে

যশোর কেন্দ্রীয় কারাগার সাজা শেষ হলেও দেশে ফিরতে পারছেন না ৪০ বিদেশি বন্দি

জেমস আব্দুর রহিম রানা: আইনী জটিলতার যাঁতাকলে পড়ে অপরাধের সাজা শেষ হলেও দেশে ফিরতে পারছেন না যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা ৪০ জন বিদেশি বন্দি। দিনের

স্ত্রীর মৃত্যুর ৩০ মিনিট পর স্বামীর মৃত্যু: সিরাজগঞ্জে এক হৃদয়বিদারক ভালোবাসার গল্প

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ীতে ঘটেছে এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনের অবসান হলো মাত্র ৩০ মিনিটের ব্যবধানে। প্রথমে মারা যান

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কয়েকটি যানবাহনে সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসসহ বেশ কয়েকটি যানবাহনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫

বোনের স্বামীর সঙ্গে বিয়েতে নারাজ, কাটা হলো গৃহবধূর চুল

সিরাজগঞ্জ প্রতিনিধি: ছোট বোনের স্বামীর সঙ্গে বিয়েতে রাজি না হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলায় এক গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানাকে