
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলার নির্বাচনে উন্মুক্ত লটারির সময় জেলা প্রশাসকের কার্যালয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে লটারির কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ায় লটারি কার্যক্রম স্থগিত করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও শতাধিক আবেদনকারী উপস্থিত ছিলেন। অভিযোগকারীরা দাবি করেন, কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের ডিলারশিপে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও ঘনিষ্ঠজনদের প্রভাব খাটিয়ে অনিয়মের চেষ্টা চলছে।
তাদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সমর্থক ও অনুসারীরা আবেদন করেছেন এবং তাদের নিয়োগ দিতে একটি প্রক্রিয়াগত কৌশল অবলম্বন করা হচ্ছে। তারা দাবি করেন, এসব প্রার্থীকে বাদ দিয়ে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করতে হবে।
তবে এই অভিযোগকারীরা কারা আওয়ামী লীগের নেতাকর্মী বা দোসর—তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি।
অপরদিকে, বেশ কয়েকজন আবেদনকারী ও উপস্থিত প্রত্যক্ষদর্শী অভিযোগকারীদের বিরুদ্ধে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের দায় আরোপ করেন। তারা বলেন, উন্মুক্ত ও স্বচ্ছভাবে লটারি চলছিল, হঠাৎ তর্কবিতর্ক ও চিৎকার-চেঁচামেচির কারণে লটারি বন্ধ করতে হয়। তারা শান্তিপূর্ণ পরিবেশে পুনরায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচনের দাবি জানান।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “নিয়ম মেনেই স্বচ্ছভাবে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচন হচ্ছিল। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় লটারি স্থগিত করা হয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে, তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”