লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা, কলকাতা থেকে প্রকাশিত লাঙ্গল পত্রিকার সহকারী সম্পাদক ও রাজনীতিবিদ এম সেরাজুল হকের ৬১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ (১৫ নভেম্বর) শুক্রবার বিকেলে সেরাজুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে তাড়াশ প্রেস ক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
সেরাজুল হক স্মৃতি পরিষদের সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন (অবসর প্রাপ্ত )সরকারি কর্মকর্তা প্রাবন্ধিক ও গবেষক এম শামসুল আলম সেলিম।
অনুষ্ঠান উদ্বোধন করেন জিকেএস ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সেলিম জাহাঙ্গীর।
সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রহমান মিঞা,প্রবীণ সাংবাদিক সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু,তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সনাতন দাশ,এম আতিকুল ইসলাম বুলবুল ,সেরাজুল হকের স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিউল হক বাবলু, সাহিত্যেক সৈয়দ সাইদুর প্রমুখ।