
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণে ব্রাহ্মনগ্রাম থেকে হাট পাঁচিল পর্যন্ত যমুনার ডান তীর সংরক্ষণে নির্মানাধীন সাড়ে ৬শ কোটি টাকার প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ডা. এমএ মুহিত।
বুধবার দুপুরে জালালপুরে নির্মানাধীন নদী তীর রক্ষা বাঁধ এলাকায় ডা. মুহিত এসে পৌছালে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক রেজার নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় শাহজাদপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়া এনায়েতপুর থানা শাখার সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ব্রাহ্মনগ্রামে উপস্থিত ছিলেন।
এর আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. এম এ মুহিত। তিনি বলেন, বিগত সরকারের আমলে সাড়ে ৬ কিলোমিটার নদী সংরক্ষণে যে কাজ গুলো হবার কথা ছিল তা সঠিক ভাবে হয়নি বলেই বন্যায় দফায় দফায় বিলীন হয়েছে কয়েকটি গ্রামের বহু বসত ভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সাবেক দুজন এমপি ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সাবেক সচিবের যোগসাজশে সরকারি অর্থ লুটপাট হয়েছে, এর যথাযথ বিচার দাবি করছি। একই সাথে অবৈধ বালু উত্তোলনকারীদের কেন প্রশ্রয় দেয়া হবে না। দ্রুত স্থায়ী বাঁধের কাজ পুনরায় সঠিক ভাবে শুরু হবে।’