নিজস্ব প্রতিবেদক: ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্তকারী দল।
শনিবার (১ জুন) সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান এ দলটি।
এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে ৩ সদস্যের একটি তদন্তকারী দল।
তিনি বলেন, ‘সিয়ামের গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত নই। নেপালে কোনো আসামি আছে কি না, জানতে ইন্টারপোলকে চিঠি দেয়া হয়েছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৩০ মে) এমপি আনার হত্যার লাশ গুমের সঙ্গে জড়িত সিয়ামকে নেপাল পুলিশ আটক করে বলে জানা যায়।
এমপি আনার হত্যার ঘটনায় এখন পর্যন্ত কলকাতা ও বাংলাদেশে দুইটি পৃথক মামলা করা হয়েছে। পারস্পরিক তথ্য বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি') ও কলকাতা পুলিশ মামলার তদন্ত করছে। এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত ঢাকায় ৩ জন এবং কলকাতায় একজনকে আটক করা হয়েছে বলে জানা যায়। এবং এই মামলার গুরুত্বপূর্ণ আসামি শিমুল ভূঁইয়াসহ তিনজন ঢাকায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.