অনলাইন ডেস্ক: গেল শনিবার সাদা এল-বালাদ টিভিতে প্রচারিত মিশরীয় টক শো ‘আলা মাসৌলিটি’-তে মিশরে ক্রমবর্ধমান উত্তেজনা এবং সামরিক বাহিনীর সতর্ক অবস্থার কথা বলেন ফারাগ।
সোমবার (৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। ড. সামির ফারাগ বলেন, ‘চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে মিশরে উদ্বেগ স্বাভাবিক।
আগামীকাল যুদ্ধ শুরু হতে পারে এমন ধারণা নিয়ে মিশরের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ স্তরে প্রস্তুতি নিচ্ছে।’ ফারাগ মিশরীয়দের মধ্যে ‘নতুন করে দেশপ্রেমের চেতনা’র কথা তুলে ধরেন।'
তিনি বলেন, ঈদুল ফিতরের সময় নাগরিকদের কাছ থেকে সামরিক সেবায় স্বেচ্ছাসেবক হওয়ার আহ্বান ‘ত্যাগ এবং জাতীয় কর্তব্যের একটি স্বাভাবিক অনুভূতির’ দিকটিই প্রতিফলিত করে। ফিলিস্তিনিদের পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে হামাসের ভূমিকার কথাও উল্লেখ করেন ড. ফারাগ, এর তুলনা করেন আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের সাথে।
‘মিশরের প্রতি নমনীয়’ হিসেবে বর্ণনা করে হামাসের প্রশংসা করেন ফারাগ, বিশেষ করে গাজায় যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থার প্রস্তাবে সম্মত হওয়ার জন্য। তিনি ভবিষ্যতের আলোচনায় আরও নমনীয় (হামাসকে) হওয়ারও আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘হামাসের আর আগের মতো সামরিক শক্তি নেই, তবে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তারা সাহসিকতার সাথে লড়াই করেছে।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.