এবার মধ্যবর্তী নির্বাচনের দাবি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি গত ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে। শুধু বর্জন নয়, এই নির্বাচন প্রতিহতের ডাক দিয়েছিল। নির্বাচনের আগে অসহযোগ আন্দোলনের ঘোষণা পর্যন্ত দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিএনপির আন্দোলন ভেস্তে গেছে। ৭ জানুয়ারি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের পর নতুন সরকার গঠিত হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশই নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। এর মধ্যে সুশীল সমাজের একটি অংশ নতুন সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র করছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

বিগত নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, নির্বাচন একতরফা হয়েছে ইত্যাদি বক্তব্য দিয়ে তারা একটি মধ্যবর্তী নির্বাচনের আওয়াজ তুলতে চাইছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার ঢাকায় এসেছেন। আফরিন আক্তারের এই সফরে সুশীল সমাজের প্রতিনিধিরা দ্রুততম সময়ের মধ্যে নতুন করে একটি নির্বাচনের আওয়াজ তুলবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।’

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সুশীল সমাজের প্রতিনিধিরা মার্কিন প্রতিনিধির কাছে যে বিষয়গুলো উত্থাপন করবেন, তার মধ্যে রয়েছে প্রথমত ২০২৪ সালের ৭ জানুয়ারি যে নির্বাচন হয়েছে, সে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি। এখন দ্রুততম সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য রাজনৈতিক সংলাপ দরকার। এই রাজনৈতিক সংলাপের পর সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নতুন করে নির্বাচন দরকার। বক্তব্যটি ইতোমধ্যেই সুশীল সমাজের কয়েকজন প্রতিনিধি একাধিক পশ্চিমা দেশগুলোর কাছে দিয়েছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো কেউই এখন পর্যন্ত নতুন নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কোন রকম মন্তব্য করেনি বা কোন রকম ইতিবাচক মনোভাবও প্রকাশ করেনি। তবে মার্কিন প্রতিনিধিদের কাছে সুশীল প্রতিনিধিরা এই বিষয়টি উত্থাপন করবে। কিন্তু মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে আওয়ামী লীগ-বিএনপি কারোরই ইতিবাচক মনোভাব নেই।

আওয়ামী লীগ সাফ বলে দিয়েছে, ৭ জানুয়ারি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। এখন নতুন করে কোন নির্বাচনে প্রশ্ন অবাস্তবই শুধু নয়, হাস্যকরও বটে। নতুন নির্বাচন হবে পাঁচ বছর পর্যন্ত এবং পাঁচ বছর পর সেই নির্বাচনে বিএনপির অংশগ্রহণ করলে দেখা যাবে যে তাদের জনপ্রিয়তা কত।’

অন্যদিকে বিএনপির পক্ষ থেকেও মধ্যবর্তী নির্বাচনের বিষয়টিকে এই মুহূর্তে নাকচ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যে আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, দলীয় সরকারের অধীনে নয়। সেই দাবি পূরণ না হলে কোন নির্বাচনী অর্থবহ হতে পারবে না।

বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলেছেন, আগে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপর নির্বাচন হবে। এর আগে আরেকটি নির্বাচন আরেকটি তামাশা হিসেবেই ওই নেতা মনে করছেন। কিন্তু সুশীল সমাজে কোন কোন অংশ মনে করেন যে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি অবস্তাব এবং বিএনপি এই দাবি কিছুতেই আদায় করতে পারবে না। বিশেষ করে পাকিস্তানের নির্বাচনের ঘটনার পর তত্ত্বাবধায়ক সরকারের অকার্যকারিতা এখন আন্তর্জাতিক মহলেও প্রতিষ্ঠিত হয়েছে।’

এরকম বাস্তবতায় বিএনপির সামনে একটি পথ আছে, তা হলো মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলে আন্দোলন করা এবং যেন সরকার সংসদ ভেঙ্গে দিয়ে একটি নতুন নির্বাচন করতে বাধ্য হয়। কিন্তু রাজনীতির মাঠে সেরকম শক্তি বিএনপির নেই। তাছাড়া আন্তর্জাতিক মহলেও মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে কোন রকম আগ্রহ দেখাচ্ছে না। আর এরকম বাস্তবতায় সুশীলদের এই মধ্যবর্তী নির্বাচনের দাবি অঙ্কুরেই বিনষ্ট হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘জার্মানি সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: জার্মানি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগদান ছিল তার প্রথম বিদেশ সফর।

৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প নেপালে

ঠিকানা টিভি ডট প্রেস: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে হিমালয় অঞ্চলের দেশ নেপাল। মঙ্গলবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ১।

ধন্য প্রেম! স্ত্রীর হয়ে পরীক্ষায় বসল স্বামী, অতঃপর’….

আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি পাঞ্জাবে ছদ্মবেশে প্রেমিকার হয়ে পরীক্ষা দিতে গিয়ে গ্রেপ্তার প্রেমিক। খবরের শিরোনাম হয় ঘটনাটি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কাণ্ড

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মো. আরকানুল ইসলাম (১৬) নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আরো

আরো একটি ঘূর্ণিঝড়ের আভাস, রূপ নিতে পারে ২৯ মে

অনলাইন ডেস্ক: চলতি মাসেই দেশের উপকূলে আঘাত হানতে পারে একটি ঘূর্ণঝড়। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, আগামী ২৯ মে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

টাঙ্গাইলে মরা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল পৌরসভার সুপারি বাগান ওয়ালটন মোড় বাজারে বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে মারা যাওয়া গরুর মাংস বিক্রির দায়ে আনোয়ার হোসেন নামে এক যুবককে