এবার ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপের জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি বৃহস্পতিবার ভারতীয় নাগরিকদের ভিসা স্থগিত, ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ ও ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কার্যালয় থেকে ‘কঠোর ভাষায়’ পাঠানো এক বিবৃতিতে ইসলামাবাদ জানিয়েছে, তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পানি বন্ধ বা অন্য দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা ‘যুদ্ধের উসকানি’ হিসেবে বিবেচনা করা হবে।

‘জাতীয় ক্ষমতার পূর্ণ শক্তি দিয়ে এর প্রতিক্রিয়া জানানো হবে’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

একই সঙ্গে ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাৎক্ষণিকভাবে ওয়াগাহ সীমান্ত বন্ধ করার ঘোষণা দিয়েছে তারা। পাশাপাশি ভারতীয় নাগরিকদের জন্য ‘বিনা ভিসা প্রকল্পের’ আওতায় দেওয়া সব ভিসা স্থগিত করেছে পাকিস্তান।

এ ছাড়া ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনে কূটনীতিকদের সংখ্যা ৩০ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ৩০ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে।

ভারতীয় মালিকানাধীন বা ভারতীয়দের পরিচালিত বিমান সংস্থাগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্যও স্থগিত করা হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘বিশ্বস্ত তদন্ত ও যাচাইযোগ্য প্রমাণের অনুপস্থিতিতে’ পেহেলগাম হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা প্রমাণে ভারতের প্রচেষ্টা ‘অপ্রাসঙ্গিক, যুক্তিহীন ও সর্বাংশে অযৌক্তিক’।

পাকিস্তান ও দেশটির সশস্ত্র বাহিনী ‘নিজেদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ সক্ষম ও প্রস্তুত’ বলেও এতে উল্লেখ করা হয়েছে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পেহেলগামে হামলার ফলে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করার জন্য বৃহস্পতিবারের এই বৈঠক ডাকা হয়েছিল। এই বৈঠকে ইসলামাবাদের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ইসাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, আইনমন্ত্রী আজম নাজির তারার, তারিক ফাতেমি ও অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান।

রেডিও পাকিস্তান জানিয়েছে, নয়াদিল্লি পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক পানি বণ্টন চুক্তি স্থগিতের পর পাকিস্তানের নেতারা এখন ‘ভারতের তাড়াহুড়া করে নেওয়া, আবেগপ্রবণ ও অবাস্তব পানি ব্যবস্থাপনার’ প্রতিক্রিয়া পর্যালোচনা করবে।

পাকিস্তানিদের জন্য ভিসাসেবা স্থগিত ভারতের

অন্যদিকে পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কার্যক্রম অবিলম্বে স্থগিত করার ঘোষণা দিয়েছে ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ইস্যু করা সব বৈধ ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল করা হচ্ছে।’

এতে আরো বলা হয়েছে, ‘ভারতে অবস্থানকারী সব পাকিস্তানি নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে।’

পাকিস্তানি নাগরিকদের জন্য ইস্যু করা শুধু মেডিক্যাল ভিসা ২৯ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে বিরত থাকা এবং সে দেশে অবস্থানকারী ভারতীয়দের দ্রুত দেশে ফেরার পরামর্শ দিয়েছে।

বুধবার রাতেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ ঘোষণা করে, যার মধ্যে রয়েছে সার্কের ভিসা প্রকল্প বাতিল করা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তাড়াশে জামায়াত নেতা আব্দুস সাত্তারের পূজা মণ্ডপ পরিদর্শন 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আগামী সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা এবিএম আব্দুস সাত্তার।

ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত: ২৪২ জনই নিহত

অনলাইন ডেস্ক: ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। শহরের পুলিশ কমিশনার

যমুনা নদী থেকে শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনা নদীর তেবাড়িয়া এলাকা থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৯) বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে চৌহালী নৌ পুলিশ ফাঁড়ি। শনিবার বিকালে টাঙ্গাইল জেলার

সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ফরম তুললেন সাংবাদিক মুক্তার হাসান

মুক্তার হাসান,এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এনায়েতপুর হাটে অবস্হিত বহুল কাঙ্খিত এনায়েতপুর হাট বণিক সমবায় সমিতির এি বার্ষিক নির্বাচন হতে যাচ্ছে,এ উপলক্ষ্যে গত মঙ্গলবার

বন্ধুদের সঙ্গে মিলে কলেজছাত্রীকে দলবেঁধে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হাতীবান্ধার দক্ষিণ গোতামারী গ্রামের আব্দুস সাত্তার (৩২), দইখাওয়া

ছাত্রশিবিরের নতুন নেতৃত্বে কে এই জাহিদ-সাদ্দাম

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম।