এবার বিএনপিতে স্থায়ী কমিটি পুনর্গঠনের তোড়জোড়

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কমিটিগুলো তছনছ করে দেওয়ার পর তারেক জিয়ার এবারের মনোযোগ বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠনের দিকে। স্থায়ী কমিটিতে পাঁচটি শূন্যপদ রয়েছে। এ ছাড়া অন্তত তিনজন স্থায়ী কমিটির সদস্য এখন দায়িত্ব পালনে রীতিমতো অক্ষম। এরকম বাস্তবতায় গোটা স্থায়ী কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী কমিটির পুনর্গঠন নিয়ে তারেক জিয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে তৃণমূলের সঙ্গে কথা বলছেন বলে জানা গেছে।’

ঈদে যখন বেগম খালেদা জিয়া বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন, ঠিক সেই সময় লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিভিন্ন জেলা এবং উপজেলার তৃণমূলের নেতৃবৃন্দের সঙ্গে ধারাবাহিক ভাবে স্কাইপে বৈঠক করেছেন। তাদের সঙ্গে আন্দোলনের বিষয় এবং সাংগঠনিক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।

ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরদিন তিন দিনে তারেক জিয়া অন্তত ২০ জন বিভিন্ন পর্যায়ের নেতার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। আর এই সমস্ত আলোচনায় বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠনের বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে বলে যারা কথা বলেছেন, তাদের মধ্যে অন্তত তিনজন নিশ্চিত করেছেন।

তারেক জিয়া কাদেরকে স্থায়ী কমিটিতে নেওয়া যেতে পারে-এরকম একটি সম্ভাব্য তালিকা পাঠিয়েছেন এবং এ ব্যাপারে তাদের মতামত চেয়েছেন। পাশাপাশি যারা স্থায়ী কমিটিতে আছে তাদের তালিকা পাঠিয়ে এদের মধ্যে কাকে কাকে রাখা উচিত এবং কাকে কাকে বাদ দেওয়া উচিত-সে বিষয়ে তৃণমূল তাদের মতামত দিয়েছে।

তৃণমূলের পক্ষ থেকে একজন জেলার বিএনপি নেতা যিনি তারেক জিয়ার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তিনি দাবি করেছেন, যে কোন দিন স্থায়ী কমিটির পুনর্গঠন হতে পারে। তারেক জিয়া এই প্রস্তুতি গ্রহণ করেছেন। তবে তা হবে গোপনে, যেভাবে বিএনপির বিভিন্ন কমিটিগুলোতে পদোন্নতি এবং পদাবনতি করা হয়েছে। ঠিক একইভাবে স্থায়ী কমিটিও পুনর্গঠন করা হবে একই কায়দায়।

বিএনপির একাধিক সূত্র দাবি করেছে যে, স্থায়ী কমিটি থেকে বাদ পড়তে যাচ্ছেন, দলের দীর্ঘদিন অসুস্থ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এ ব্যাপারে তৃণমূলের সবাই তারেক জিয়াকে একই অভিমত ব্যক্ত করেছেন। এদের দুইজনকে বিএনপির কোন আলঙ্কারিক পদ দেওয়া হবে। যেমন চেয়ারপারসনের বিশেষ উপদেষ্টা বা বিএনপির সম্মানিত উপদেষ্টা ইত্যাদি। ড. খন্দকার মোশাররফ হোসেনকেও স্থায়ী কমিটি থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সেই আলোচনা তারেক জিয়াই মাঝখানে থামিয়ে দিয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

বিএনপির স্থায়ী কমিটিতে কারা আসতে পারে-এ ব্যাপারে তারেক জিয়া ২০ জনের একটি তালিকা বিভিন্ন নেতার কাছে দিয়েছিলেন যাদেরকে স্থায়ী কমিটিতে আনা যেতে পারে। এদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জহির উদ্দিন স্বপন, আবদুল আউয়াল মিন্টু, রুমিন ফারহানা, শামা ওবায়েদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের নাম আছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সাম্প্রতিক সময়ে বিতর্কিত আলোচিত ও বিতর্কিত সমালোচিত এবং আন্দোলনে নির্লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত আমানউল্লাহ আমানের নামও স্থায়ী কমিটির সদস্য হিসেবে রাখা যায় কি না সে ব্যাপারে আলোচনা হয়েছে। বিএনপির নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের কথাও এখানে বলা হচ্ছে।

বিএনপির একজন নেতা বলেছেন, তারেক জিয়া অপেক্ষাকৃত তরুণদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করার পক্ষে। দীর্ঘদিন যারা দলের জন্য সময় দিতে পারবেন এবং শ্রমও দিতে পারবেন। বয়োপ্রবীণ লোকদেরকে স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত না করার পক্ষে তিনি ইঙ্গিত করেছেন বলে বিএনপির কয়েকজন নেতা জানিয়েছেন। এ আলাপকালে তারেক জিয়া আবদুল্লাহ আল নোমানের মতো সিনিয়র নেতাদের নাম শুরুতেই নাকচ করে দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।

এছাড়াও স্থায়ী কমিটিতে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইকবাল মাহমুদ টুকুসহ কয়েকজন নেতৃবৃন্দের কার্যক্রম নিয়ে তৃণমূলের হতাশাকেও তিনি আমলে নিয়েছেন বলে বিভিন্ন নেতারা জানিয়েনে। তবে কখন, কীভাবে বিএনপির স্থায়ী কমিটি পুনর্গঠন হবে সে বিষয়টি এখন পর্যন্ত কেউই জানে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা পরিবারের ১২৪ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার আন্দোলনে ভারতে পালিয়ে থাকা স্বৈরশাসক শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং তাদের

সংবাদমাধ্যমের চরিত্র নষ্ট করছে রাজনীতি অপসাংবাদিকতা

ঠিকানা টিভি ডট প্রেস: নিজ নিজ দলের নেতা, কর্মী, সমর্থক ও মতাদর্শগত সমমনাদেরই ‘জনগণ’ হিসেবে সংজ্ঞায়িত করে রাজনৈতিক দলগুলো। বিপরীতে সংবাদমাধ্যমগুলোর কাছে সব ধর্ম, বর্ণ

জোবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। গত ২২ সেপ্টেম্বর এক

কোথাও নেই ঢাবি ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কারপন্থী শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে ক্যাম্পাস ছেড়ে পালিয়েছেন ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

ঢাকায় যানজটে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে

নিজস্ব প্রতিবেদ: রাজধানীতে মাত্রাতিরিক্ত যানজটের কারণে দৈনিক ৮২ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলে জানিয়েছে ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট (ডব্লিউবিবি)। সংগঠনটি বলছে, অপরিকল্পিত নগর

রেমিট্যান্স যোদ্ধাদের জন্য বিশাল সুখবর,দেশে আসলে পাবে যে সুবিধা

নিজস্ব প্রতিবেদক: বড় সুখবর, রেমিট্যান্স যোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি